কলকাতা: জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালেই কি দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মহেন্দ্র সিংহ ধোনি? নাকি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের একবার মেন ইন ব্লু শিবিরে দেখা যাবে তাঁকে। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল শনিবার। ৭৪তম স্বাধীনতা দিবসের সন্ধ্যায় ইনস্টাগ্রামে সংক্ষিপ্ত পোস্ট করে ধোনি জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না তাঁকে।


তবে আদরের 'মাহি'র এই সিদ্ধান্তে অবাক নন বাল্যবন্ধুরা। ধোনি যাঁদের সঙ্গে বড় হয়েছেন, স্কুলের সহপাঠী থেকে শুরু করে সব সময়ের সঙ্গী, শনিবার সন্ধ্যায় সকলের সঙ্গে কথা বলে যে নির্যাস পাওয়া গেল, তাতে আক্ষেপের সুর নেই। বরং রয়েছে গর্বের রিংটোন। সকলেই একমত যে, সিদ্ধান্তটা ধোনির ব্যক্তিগত। সেটা নিয়ে কাটাছেঁড়া করার প্রয়োজনই নেই। বরং বাল্যবন্ধুদের সকলেই চান, ধোনির সাফল্য নিয়ে আলোচনা করতে। বন্ধুদের কে কী বললেন:

ধোনির সঙ্গে সস্ত্রীক সীমন্ত

সীমন্ত লোহানি

ধোনির জীবন নিয়ে যে কোনও আলোচনায় যাঁর নাম সকলের আগে আসবে, তিনি সীমন্ত লোহানি। ধোনির বায়োপিক 'এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি'-তে যাঁকে চিট্টু হিসাবে চিনেছিলেন সকলে। শনিবার সন্ধ্যায় ধোনির অবসর ঘোষণার পর রাঁচি থেকে মোবাইল ফোনে এবিপি আনন্দকে সীমন্ত বললেন, 'এই সিদ্ধান্ত সম্পূর্ণ মাহির ব্যক্তিগত। ওর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।' যোগ করলেন, 'দেশকে ও যা সাফল্য এনে দিয়েছে, যত ট্রফি দিয়েছে, আর কারও সেই কৃতিত্ব নেই। আজ বিষাদের দিন নয়। বরং আজ ধোনি-ভক্তরা খুশি হতে পারেন এটা ভেবে যে, ওর সাফল্যের ঝুলি সম্পূর্ণ।' সীমন্তের মনে পড়ে যাচ্ছে ধোনির কেরিয়ারের একেবারে শুরুর দিনগুলোর কথা। যখন জুনিয়র পর্যায়ে একের পর এক বড় ইনিংস খেলতেন ধোনি। আর স্কুলে, পাড়ায় মিষ্টি বিতরণ করতেন সীমন্ত। যে দৃশ্য ধোনির বায়োপিকেও দেখানো হয়েছিল। সীমন্ত বলছেন, 'সত্যি, কীভাবে দিনগুলো কেটে গেল। কঠোর পরিশ্রম করেছে মাহি। ওর পাশে থাকতে পেরে আমি গর্বিত। ওর সাফল্য বরাবর নিজের মুকুটে নতুন পালক বলে মনে হয়েছে।'

ধোনির সঙ্গে বাল্যবন্ধু মিহির দ্বিবাকর

মিহির দ্বিবাকর

ধোনির শৈশবের বন্ধু মিহির দ্বিবাকর। পরে তাঁর সঙ্গে হাত মিলিয়েই অর্ক স্পোর্টস গ্রুপ খোলেন ধোনি। মিহির বললেন, 'মাহি সব দিক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে। আমি নিশ্চিত এ ব্যাপারে। ও হঠকারিতা করার ছেলে নয়। ওর সিদ্ধান্তকে শ্রদ্ধা করা উচিত সকলের।' কিন্তু সকলেই যে ধরে নিয়েছিলেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসর নেবেন ধোনি? মিহির বলছেন, 'কারও ভাবনাচিন্তায় কী হবে। মাহি নিজে যেটা ভাল মনে করবে সেটাই তো করবে নাকি! কেরিয়ারটা ওর। কবে শেষ করবে সেটাও ওই ঠিক করবে। আমরা গর্বিত ওর এই দুর্দান্ত সফরের সঙ্গী হতে পেরে।'

ধোনির ম্যানেজারের দায়িত্বও সামলান বন্ধু অরুণ

অরুণ পাণ্ডে

ধোনির বায়োপিকের সহ-প্রযোজনা করেছিলেন অরুণ পাণ্ডে। ক্য়াপ্টেন কুলের ম্যানেজারের দায়িত্বও সামলে আসছেন দীর্ঘদিন। ধোনির অবসরের সিদ্ধান্তে বিস্মিত নন। ফোনে এবিপি আনন্দকে অরুণ বললেন, 'মাহি দেশের ক্রিকেটের জন্য যা করেছে, যত সাফল্য পেয়েছে, সেসব পরিসংখ্যান ঈর্ষণীয় হয়ে থেকে যাবে। মাহি নিজেই ঠিক করেছে ও কী করবে। এতে অবাক হওয়ার কিছু নেই।' পাশাপাশি ধোনি-ভক্তদের আশ্বস্ত করেছেন অরুণ। বলেছেন, 'ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে। তবে ওকে ক্রিকেট মাঠে যে আর দেখা যাবে না তা তো নয়। আইপিএলে খেলবে তো। তাই ওর হেলিকপ্টার শট দেখার অপেক্ষায় থাকুন।'

ধোনির ঘনিষ্ঠ বৃত্তে বরাবর থেকেছেন পরমবীর (ডানদিকে)

পরমবীর সিংহ

রাঁচির এক প্রতিশ্রুতিমান ক্রিকেটারের স্পনসর জোগারের জন্য একসময় বিভিন্ন সংস্থার দরজায় দরজায় ঘুরেছেন পরমবীর সিংহ। পরে ক্রিকেটবিশ্ব যে উঠতি ক্রিকেটারকে চিনবে মহেন্দ্র সিংহ ধোনি নামে। আর তাঁর সঙ্গেই পরিচিতি পাবেন পরমবীর সিংহ। রাঁচির বুকে যাঁর ক্রীড়া সরঞ্জাম বিক্রির দোকান প্রাইমস্পোর্টসে এক সময় রোজ আড্ডা মারতেন ধোনি। পরে অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের স্কোরার হিসাবে কাজ করছেন পরমবীর। মোবাইল ফোনে এবিপি আনন্দকে বললেন, 'কী দুর্দান্ত একটা সফর মাহির। স্বাধীনতা দিবসে অবসর ঘোষণা করল। ওর সিদ্ধান্ত একেবারেই ব্যক্তিগত।' ধোনির প্রথম ক্রিকেট কিটসের স্পনসর জোগাড় করে দিয়েছিলেন পরম। পরে ধোনির বায়োপিকেও যে ঘটনা দেখানো হয়েছিল। পরম অবশ্য কৃতিত্ব চান না। বলছেন, 'মাহি যা হয়েছে নিজের চেষ্টায়। আমরা পাশে থেকেছি মাত্র। সম্পূর্ণ কৃতিত্ব ওর নিজেরই।'