MS Dhoni Retires: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা মহেন্দ্র সিংহ ধোনির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Aug 2020 08:02 PM (IST)
MS Dhoni Retirement News: নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শনিবার সন্ধ্যা ৭.২৯ এ ধোনি লেখেন, ‘এতদিন ধরে ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৭.২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার ভাবতে পারেন।’
কলকাতা: জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মহেন্দ্র সিংহ ধোনি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শনিবার সন্ধ্যা ৭.২৯ এ ধোনি লেখেন, ‘এতদিন ধরে ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৭.২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার ভাবতে পারেন।’ নিজের জীবনের নানা ক্রিকেটীয় মুহূর্তের ছবি নিয়ে একটি গানও ইনস্টাগ্রামে দিয়েছেন ধোনি। বিখ্যাত ‘ম্যায় পল দো পল কা শায়ের হু’ গানটির সঙ্গে নিজের ক্রিকেটীয় মুহূর্তের ছবি পোস্ট করেছেন ক্যাপ্টেন কুল।