মুম্বই: নালাসোপারায় সনাতন সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তির বাড়ি থেকে দেশি বোমা ও বিস্ফোরক তৈরির কাঁচামাল উদ্ধার করল পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস)। জানা গেছে, এটিএস বৈভব রাউত নামে ওই ব্যক্তির বাড়ি থেকে প্রচুর পরিমাণ বারুদ ও একটি ডিটোনেটর উদ্ধার করেছে। যে পরিমাণ বারুদ উদ্ধার হয়েছে, তা দিয়ে ১২ টি বোমা বানানো যায়।
এটিএস বৈভব রাউতকে গ্রেফতার করেছে। গত কয়েকদিন বৈভবের গতিবিধি ওপর নজর রাখছিল এটিএস। গত বৃহস্পতিবার সন্ধেয় তাঁর বাড়িতে হানা দেওয়া হয়। বিস্তারিত তদন্তের জন্য একটি ফরেনসিক দল ও ডগ স্কোয়াডকে ডাকা হয়েছে।
এই গ্রেফতারি সম্পর্ককে বৈভবের আইনজীবী বলেছেন, বৈভবের গ্রেফতারি সম্পর্কে তাঁদের কোনও খবর দেয়নি পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
মুম্বই: সনাতন সংস্থার সদস্যের বাড়ি থেকে উদ্ধার বোমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Aug 2018 02:05 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -