মুম্বইয়ে ব্যাগে বন্দি মডেলের দেহ উদ্ধার, গ্রেফতার যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2018 04:47 PM (IST)
NEXT
PREV
মুম্বই: দেশের আর্থিক রাজধানী মুম্বইতে এক মডেলের চাঞ্চল্যকর হত্যার ঘটনা সামনে এল। মানসী দীক্ষিত নামে ওই মডেলের ব্যাগবন্দী দেহ সোমবার সকালে উদ্ধার করে বাঙ্গুর নগর থানার পুলিশ। পশ্চিম মালাডের একটি জায়গায় ২৩ বছরের মডেলের দেহ একটি ট্র্যাভেল ব্যাগের ভেতর পাওয়া যায়। নিহত মডেল রাজস্থানে কোটার বাসিন্দা। গত ছয় মাস ধরে তিনি আন্ধেরিতে থাকতেন বলে জানা গেছে। মৃতদেহ উদ্ধারের তিন ঘন্টার মধ্যে সৈয়দ মুজ্জামিল নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি-র সূত্র ধরেই অভিযুক্তের হদিশ পায় পুলিশ। যদিও হত্যার কারণ এখনও জানা যায়নি।
অভিযুক্ত একজন পড়ুয়া। হায়দরাবাদ থেকে এসে মুম্বইয়ের ওশিওয়ারায় সে থাকত। জানা গেছে, সোমবার সকালে মানসী সৈয়দের ফ্ল্যাটে যায়। দুজনের মধ্যে বচসা হয়। রাগের চোটে অভিযুক্ত মানসীর মাথায় লোহার বাড়ি মারে। এতেই মারা যায় ওই মডেল।
এরপর অভিযুক্ত মালাড ব্যাঙ্ক স্ট্রিট থেকে একটি ট্যাক্সি ভাড়া করে। চালককে সে খাদি এলাকার সামনে গাড়ি থামাতে বলে। পরে সে মত পরিবর্তন করে এবং একটা রিক্সা ভাড়া করে চলে যায়। একটি রেক্সিন ব্যাগে মানসীর দেহ ফেলে চলে যায় সে। সন্দেহ হওয়ায় ওই ট্যাক্সি চালক পুলিশকে খবর দেন।
দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশের অনুমান।
মুম্বই: দেশের আর্থিক রাজধানী মুম্বইতে এক মডেলের চাঞ্চল্যকর হত্যার ঘটনা সামনে এল। মানসী দীক্ষিত নামে ওই মডেলের ব্যাগবন্দী দেহ সোমবার সকালে উদ্ধার করে বাঙ্গুর নগর থানার পুলিশ। পশ্চিম মালাডের একটি জায়গায় ২৩ বছরের মডেলের দেহ একটি ট্র্যাভেল ব্যাগের ভেতর পাওয়া যায়। নিহত মডেল রাজস্থানে কোটার বাসিন্দা। গত ছয় মাস ধরে তিনি আন্ধেরিতে থাকতেন বলে জানা গেছে। মৃতদেহ উদ্ধারের তিন ঘন্টার মধ্যে সৈয়দ মুজ্জামিল নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি-র সূত্র ধরেই অভিযুক্তের হদিশ পায় পুলিশ। যদিও হত্যার কারণ এখনও জানা যায়নি।
অভিযুক্ত একজন পড়ুয়া। হায়দরাবাদ থেকে এসে মুম্বইয়ের ওশিওয়ারায় সে থাকত। জানা গেছে, সোমবার সকালে মানসী সৈয়দের ফ্ল্যাটে যায়। দুজনের মধ্যে বচসা হয়। রাগের চোটে অভিযুক্ত মানসীর মাথায় লোহার বাড়ি মারে। এতেই মারা যায় ওই মডেল।
এরপর অভিযুক্ত মালাড ব্যাঙ্ক স্ট্রিট থেকে একটি ট্যাক্সি ভাড়া করে। চালককে সে খাদি এলাকার সামনে গাড়ি থামাতে বলে। পরে সে মত পরিবর্তন করে এবং একটা রিক্সা ভাড়া করে চলে যায়। একটি রেক্সিন ব্যাগে মানসীর দেহ ফেলে চলে যায় সে। সন্দেহ হওয়ায় ওই ট্যাক্সি চালক পুলিশকে খবর দেন।
দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশের অনুমান।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -