মুম্বই: ওমিক্রন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তারই মধ্যে ফের করোনা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে মুম্বইয়ে। বুধবার নতুন করে এখানে করোনা আক্রান্ত হলেন ২,৫১০ জন। মঙ্গলবার নতুন করে করোনা আক্রান্ত হন ১,৩৩৩ জন। ২৪ ঘণ্টার মধ্যেই মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা বেড়ে গেল।


মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ২৫১ জন করোনা আক্রান্তকে। এখনও পর্যন্ত মুম্বইয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭,৪৮,৭৮৮ জন করোনা আক্রান্ত। এখন এই শহরে অ্যাকটিভ করোনা আক্রান্ত ৮,০৬০ জন। মোট যতজন করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ৯৭ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন।


দিল্লির পর দেশের যে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, সেই রাজ্যটি হল মহারাষ্ট্র। এরই মধ্যে মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়ে যাওয়ায় নতুন করে চিন্তায় পড়ে গিয়েছে রাজ্য সরকার। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সংক্রমণ রোখার জন্য ফের কঠোর বিধিনিষেধ জারি করা হবে। সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। তবে কী ধরনের বিধিনিষেধ জারি করা হবে, সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানাননি তিনি।


এদিকে, ওমিক্রন-উদ্বেগের মাঝেই দেশে করোনায় এক লাফে প্রায় ৪৪ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন। মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৯৩। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৮ হাজার ৮৮৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮০ হাজার ৫৯২ জনের মৃত্যু হয়েছে।


অন্যদিকে, দেশের ২১টি রাজ্যে মিলেছে ওমিক্রন আক্রান্তের হদিশ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৮১। দিল্লিতে সবচেয়ে বেশি ২৩৮ জন আক্রান্ত। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৬৭।