মুম্বই: মুম্বইয়ে লাইফ লাইন হিসেবে পরিচিত লোকাল ট্রেন পরিষেবা। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন মুম্বইয়ের লোকাল ট্রেনে। কিন্তু কখনও কখনও তাড়াহুড়োয় দুর্ঘটনাও ঘটে যায়।  এমনই একটি ঘটনা ঘটে গেল বৃহস্পতিবার। কিন্তু মহিলা আরপিএফ কর্মীর ক্ষিপ্রতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এক মহিলা যাত্রী। লোকাল ট্রেনে উঠতে গিয়ে বিপত্তির মুখে পড়া ওই যাত্রীকে অসাধারণ তৎপরতায়  রক্ষা করলেন রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)-এর এক কনস্টেবল। 


স্যান্ডহার্স্ট রোড রেলওয়ে স্টেশন লোকাল ট্রেন উঠতে গিয়ে পড়ে যান ওই মহিলা। প্ল্যাটফর্মেই ছিলেন ওই মহিলা আরপিএফ কনস্টেবল। ওই মহিলা পড়ে যেতেই দ্রুত ছুটে আসেন তিনি। ৫০ বছরের ওই মহিলা যাত্রীকে ধরে ফেলেন তিনি। ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁক দিয়ে ওই মহিলার পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। কিন্তু একেবারে শেষমুহূর্তে ওই মহিলা যাত্রীকে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা করেন ওই মহিলা কনস্টেবল।  পুরো ঘটনা স্যান্ডহার্স্ট রোড রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। 


ভিডিওতে দেখা গিয়েছে যে, ওই মহিলা যাত্রী ট্রেনে উঠতে কম্পার্টমেন্টের সামনে আসেন। কিন্তু উঠতে গিয়ে পড়ে যান তিনি। আর সেইসঙ্গে ট্রেন চলতে শুরু করে। বিপজ্জনকভাবে ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকের খুব কাছে ছিলেন তিনি। কাছেই দাঁড়িয়েছিলেন আরপিএফের মহিলা কনস্টেবল। তিনি ছুটে এসে ওই মহিলার হাত ধরে নিরাপদ জায়গায় নিয়ে আসেন। 
দেখুন সেই ভিডিও-




ওই কনস্টেবলের নাম সপনা গোলকর। নেটিজেনরা তাঁর তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন। 


উল্লেখ্য, কিছুদিন আগে  হাওড়া স্টেশনে দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান এক যাত্রী। আটকে পড়েন প্লাটফর্ম এবং ট্রেনের মাঝখানের ফাঁকে। সঙ্গে সঙ্গে কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাঁকে উদ্ধার করেন।   দুপুর ১টা ১০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছিল হাওড়া স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মে। আরপিএফ সূত্রে খবর, আপ শক্তিকুঞ্জ এক্সপ্রেস যখন প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে স্টেশন থেকে বের হচ্ছিল সেই সময় এক যাত্রী লাগেজ নিয়ে চলন্ত ট্রেনে উঠতে যান।  সেই সময়ে তিনি পা পিছলে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে আটকে যান। সঙ্গে সঙ্গে ছুটে আসেন আরপিএফ জওয়ানরা। অল্পের জন্য রক্ষা পান ওই যুবক। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরাবন্দি হয়।