১৯৩৪ সালে লালবাগের রাজা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকেই এখানে ধুমধাম করে গণেশোৎসব পালন করা হচ্ছে। গত বছর এখানে হাজির হন ১.২৫ কোটি দর্শনার্থী। তাঁরা গণেশের উদ্দেশে অর্পণ করেন প্রায় ৯ কোটি টাকা। প্রতি বছর লালবাগের রাজার ১৪ ফুট উচ্চতার মূর্তি তৈরি করা হয়। সেটাই মুম্বইয়ের গণেশ উৎসবের অন্যতম আকর্ষণ। এই উৎসবের শেষ দিন বিসর্জনে যোগ দেন কয়েক লক্ষ পুণ্যার্থী। তাঁরা লালবাগ থেকে গিরগাম চৌপট্টি পর্যন্ত যান। সেই কারণেই এবার লালবাগচায় গণেশ মূর্তি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুম্বইয়ের সবচেয়ে বিখ্যাত সর্বজনীন গণেশ পুজো হল লালবাগচা রাজা। এখানে ১১ দিন ধরে থাকে গণেশ মূর্তি। তারপর অনন্ত চতুর্দশীতে আরব সাগরে বিসর্জন দেওয়া হয়। আট দশক ধরে লালবাগচায় গণেশ মূর্তি তৈরি করে আসছেন কাম্বলি পরিবারের সদস্যরা। যেখানে পুজো প্যান্ডেল হয়, তার কাছেই কাম্বলি পরিবারের ওয়ার্কশপ।