মুম্বই: করোনা ভাইরাস সংক্রমণ রোখার জন্য আজ মুম্বইয়ে ১৪৪ ধারা জারি করল পুলিশ। প্রকাশ্যে এক বা একাধিক ব্যক্তির উপস্থিতি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার প্রণয় অশোক জানিয়েছেন, ১৪৪ ধারা জারি হওয়ার ফলে যে কোনওরকম সমাবেশ, ধর্মীয় স্থানে জমায়েত করা যাবে না। আজ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
মহারাষ্ট্র সহ মুম্বইয়ে করোনা পরিস্থিতি ক্রমশঃ ভয়াবহ হয়ে উঠছে। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে তিন অফিসার সহ ৬০ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩৮ জন মুম্বই পুলিশের কর্মী ছিলেন। মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৪,৯০০ পুলিশকর্মী। তাঁদের মধ্যে মুম্বই পুলিশের কর্মী ২,৬০০ জনেরও বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮২ জন পুলিশকর্মী। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩,৭০০ জনেরও বেশি পুলিশকর্মী। চিকিৎসা চলছে ১,০১৫ জনের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রে লকডাউন জারি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত নিষেধাজ্ঞা লঙ্ঘন করার জন্য ১,৩৯,৭০২টি মামলা দায়ের হয়েছে। গোটা রাজ্যে ২৯,৪২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপর হামলার ২৯০টি ঘটনা ঘটেছে। ৮৬ জন পুলিশকর্মী এই হামলায় জখম হয়েছে। এছাড়া ৫৪ জন স্বাস্থ্যকর্মীও আক্রান্ত হয়েছেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা চালানোর জন্য ৮৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। লকডাউন জারি হওয়ার পর থেকে বিভিন্ন ধারায় জরিমানা বাবদ ৯.৯৫ কোটি টাকা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার।
মুম্বইয়ে করোনা সংক্রমণ রোখার জন্য জারি ১৪৪ ধারা, প্রকাশ্যে ঘোরাফেরা নিষিদ্ধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jul 2020 04:28 PM (IST)
মহারাষ্ট্র সহ মুম্বইয়ে করোনা পরিস্থিতি ক্রমশঃ ভয়াবহ হয়ে উঠছে। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে তিন অফিসার সহ ৬০ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -