মুঙ্গের: বিহারের মুঙ্গেরকাণ্ডে এবার রিপোর্ট তলব করল ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুঙ্গেরের পুলিশ সুপারকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সোমবার রাতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। জখম বেশ কয়েকজন পুলিশকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। ঘটনায় মৃত্যু হয় একজনের। গুলিবিদ্ধ হন ৩ জন। ঘটনায় আহত হয় এক নাবালকও।
এ প্রসঙ্গে আরজেডি নেতা তেজস্বী যাদবের প্রশ্ন, কে পুলিশকে 'জেনারেল ডায়ারের মতো' গুলি চালানোর আদেশ দিল? কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা নীতীশ সরকারের কড়া নিন্দা করেন। বলেন ঘটনায় একজনের মাথায় গুলি লাগল। আরও বড় বিপদ হতে পারত। বিহার সরকার সত্যিই নির্লজ্জ আর বেপরোয়া।
স্থানীয় সূত্র বলছে, মুঙ্গেরের কোতয়ালি থানা এলাকার আজাদ চক দিয়ে দুর্গা প্রতিমা বিসর্জনের একটি শোভাযাত্রা যাচ্ছিল। সেইসময় দেরি হওয়া নিয়ে পুলিশের সঙ্গে পুজো উদ্যোক্তাদের ঝামেলা বাধে। প্রথমে বচসা, তারপর মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় গণ্ডগোল। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি হয়। কিছুটা সামলে নিয়ে পুলিশ পাল্টা তাড়া করলে হুলস্থূল বেধে যায় ঘটনাস্থলে। এরপর প্রতিমাকে ঘিরে রাখা উদ্যোক্তাদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। এরপরেই ভিড়ের মধ্যে পরপর গুলির শব্দ শোনা যায়। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
'জেনারেল ডায়ারের মতো' কে পুলিশকে গুলি চালাতে বলল? মুঙ্গের-কাণ্ডে প্রশ্ন তেজস্বীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Oct 2020 03:35 PM (IST)
স্থানীয় সূত্র বলছে, মুঙ্গেরের কোতয়ালি থানা এলাকার আজাদ চক দিয়ে দুর্গা প্রতিমা বিসর্জনের একটি শোভাযাত্রা যাচ্ছিল। সেইসময় দেরি হওয়া নিয়ে পুলিশের সঙ্গে পুজো উদ্যোক্তাদের ঝামেলা বাধে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -