কলকাতা: করোনায় দেশে ফের বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে কমল দৈনিক সুস্থতার সংখ্যা। ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ২০ হাজার ১০ জনের। একদিনে মৃত ৫০৮। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৮৮।

দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৩ হাজার ৮৯৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৬ হাজার ৪৬৯। দেশে মোট আক্রান্ত ৭৯ লক্ষ ৯০ হাজার ৩২২। একদিনে দেশে সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৪৩৯ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৬৩ হাজার ৮৪২। দেশে মোট সুস্থ ৭২ লক্ষ ৫৯ হাজার ৫০৯। একদিনে দেশে সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৪৩৯ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৬৩ হাজার ৮৪২। দেশে মৃত্যুর হার ১.৫০ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯০.৮৫ শতাংশ।

অন্যদিকে, বিশ্বে করোনায় ফের বাড়ল দৈনিক মৃত্যু। কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে বাড়ল দৈনিক সুস্থতা। এখনও পর্যন্ত করোনায় বিশ্বে মৃত্যু হয়েছে ১১ লক্ষ ৬৫ হাজার ৪৩২ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত ৭ হাজার ১১১। গতকাল একদিনে মৃতের সংখ্যা ছিল ৫ হাজার ৫৪৮। বিশ্বে মোট আক্রান্ত ৪ কোটি ৩৮ লক্ষ ৯৪ হাজার ৪৩০। একদিনে সংক্রমিত ৪ লক্ষ ৭২ হাজার ৭৫২। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫ লক্ষ ৩ হাজার ৬৭০।

বিশ্বে মোট সুস্থ ২ কোটি ৯৭ লক্ষ ২৫ হাজার ৭৮৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ লক্ষ ৫ হাজার ৬৮৯ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ২ লক্ষ ২৮ হাজার ৫৪। করোনার প্রকোপ সবথেকে বেশি আমেরিকা ও ব্রাজিলে। আমেরিকায় বাড়ল দৈনিক মৃত্যু, সংক্রমণ। সে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৬০৬ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৩০ জনের। মোট আক্রান্ত ৮৭ লক্ষ ৭৩ হাজার ৬৩০। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫ হাজার ৯২০।

অন্যদিকে, ব্রাজিলে বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। সেদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৯৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮১২। আক্রান্ত ৫৪ লক্ষ ৩৯ হাজার ৬৪১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৫১৩।