নয়ডা: আবারও তরুণীর উপর অ্যাসিড হানা! এবার হামলাকারী স্বয়ং আক্রান্তের দাদারা। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায়। বোনের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পারায় তাকে খুন করার চেষ্টা করে তার দাদারা।
গত ৯ মে ওই তরুণীকে অ্যাসিড আক্রান্ত অবস্থায় দাদরি এলাকায় কট গ্রামে রাস্তার ধারে পাওয়া যায়। মেয়েটির মুখ ও শরীর ছিল সম্পূর্ণ বিকৃত।
ঘটনায় তরুণীর দুই দাদা সরাসরি যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্য আরেক দাদারও এই ঘটনায় ইন্ধন আছে বলে খবর। অ্যাসিড হানার পর থেকেই তরুণীর দুই দাদা নিখোঁজ। রবিবার তাদের দুজনকেই দাদরি রেলওয়ে ক্রশিং-এর কাছ থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জালে ধরা পড়েছে তৃতীয় জনও। এঁদের প্রত্যেকেরই বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে।
পুলিশ সূত্রে খবর, ওই তরুণীকে তাঁর দাদারা গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে, গাড়ির মধ্যেই তাঁর উপর অ্যাসিড ছুড়ে মারে। তারপর তাঁকে গাড়ি থেকে বাইরে ফেলেও দেয়। তরুণীকে ভয়ঙ্কর অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পথচারীরা।
দিল্লির সফদরজং হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।সূত্রের খবর, আপাতত বিপদ কাটিয়ে উঠেছেন তিনি।
পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা ( খুনের চেষ্টা), ৩২৬এ (অ্যাসিড হানা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র)ধারায় মামলা রুজু করেছে।
প্রেমে 'আপত্তি'! ঘুরিয়ে আনার নাম করে বোনকে অ্যাসিড ২ দাদার
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jun 2019 04:06 PM (IST)
ওই তরুণীকে তাঁর দাদারা গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে, গাড়ির মধ্যেই তাঁর উপর অ্যাসিড ছুড়ে মারে। তারপর তাঁকে গাড়ি থেকে বাইরে ফেলেও দেয়।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -