মুজফফরপুর: দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনি ও সাম্প্রদায়িক হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখায় যে বিশিষ্টজনদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিল, সেটি বন্ধ করার নির্দেশ দিল মুজফফরপুর পুলিশ। মুজফফরপুরের এসএসপি মনোজ কুমার সিনহা জানিয়েছেন, তদন্তে জানা গিয়েছে, অসৎ উদ্দেশ্যে অভিযোগ দায়ের করা হয়েছিল। এই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ নেই। সেই কারণেই তিনি দেশদ্রোহিতার মামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

কয়েকদিন আগে মুজফফরপুরের সদর থানায় অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্যাম বেনেগাল, কঙ্কনা সেনশর্মা, আদুর গোপালকৃষ্ণন, মণিরত্নম, শুভা মুদগল, রামচন্দ্র গুহদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়। স্থানীয় আইনজীবী সুধীর কুমার ওঝা অভিযোগ করেন, এই বিশিষ্ট ব্যক্তিরা দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করার নির্দেশ দেন মুখ্য দায়রা বিচারপতি। তবে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, মিথ্যা অভিযোগ করায় সুধীরের বিরুদ্ধেই মামলা দায়ের করা হবে।