অতিরিক্ত পুলিশ সুপার রাহুল শ্রীবাস্তব ট্যুইটারে এই ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘পিলিভিটের এই ইন্সপেক্টর সাহেবের অভিজ্ঞতা বলছে, কেউ যদি কাজের সময় বাধা এড়াতে চান, তাহলে রিঠা, শিকাকাই বা ভাল কোনও শ্যাম্পু ব্যবহার করুন।’
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। এ বিষয়ে ওই ইন্সপেক্টর জানিয়েছেন, ‘বানরটি থানার মধ্যে ঢুকে এসে এক মহিলা আধিকারিককে কামড়ে দেয়। তারপর সে আমাকে আক্রমণ করে। আমার চেয়ারে বসে চুলে হাতে বোলাতে থাকে সে।’ এই অবস্থাতেও ওই ইন্সপেক্টর যেভাবে নিজের কাজ করে গিয়েছেন, তার প্রশংসা করেছেন অনেকে। মজাও করছেন অনেকে। কেউ কেউ আবার ওই ইন্সপেক্টরকে উকুন দূর করার জন্য ভাল শ্যাম্পু ব্যবহার করার পরামর্শও দিয়েছেন।