সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। এ বিষয়ে ওই ইন্সপেক্টর জানিয়েছেন, ‘বানরটি থানার মধ্যে ঢুকে এসে এক মহিলা আধিকারিককে কামড়ে দেয়। তারপর সে আমাকে আক্রমণ করে। আমার চেয়ারে বসে চুলে হাতে বোলাতে থাকে সে।’ এই অবস্থাতেও ওই ইন্সপেক্টর যেভাবে নিজের কাজ করে গিয়েছেন, তার প্রশংসা করেছেন অনেকে। মজাও করছেন অনেকে। কেউ কেউ আবার ওই ইন্সপেক্টরকে উকুন দূর করার জন্য ভাল শ্যাম্পু ব্যবহার করার পরামর্শও দিয়েছেন। দেখুন, উত্তরপ্রদেশে থানায় বসে ফাইল ঘাঁটছেন ইন্সপেক্টর, ঘাড়ে বসে উকুন বেছে দিচ্ছে বানর!
Web Desk, ABP Ananda | 09 Oct 2019 07:14 PM (IST)
ইন্সপেক্টর শ্রীকান্ত দ্বিবেদী যখন বসে কাজ করছিলেন, তখন তাঁর ঘাড়ের উপর ছিল বানর।
ছবি সৌজন্যে ট্যুইটার
পিলিভিট: থানার মধ্যে নিজের আসনে বসে ফাইল নিয়ে কাজ করছেন এক পুলিশ ইন্সপেক্টর আর তাঁর ঘাড়ের উপর বসে চুল ঘেঁটে উকুন বেছে দিচ্ছে এক বানর! শুনতে অবিশ্বাস্য মনে হলেও, বাস্তবে এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিটে। একটি থানার ইন্সপেক্টর শ্রীকান্ত দ্বিবেদী যখন বসে কাজ করছিলেন, তখন তাঁর ঘাড়ের উপর ছিল বানর। অতিরিক্ত পুলিশ সুপার রাহুল শ্রীবাস্তব ট্যুইটারে এই ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘পিলিভিটের এই ইন্সপেক্টর সাহেবের অভিজ্ঞতা বলছে, কেউ যদি কাজের সময় বাধা এড়াতে চান, তাহলে রিঠা, শিকাকাই বা ভাল কোনও শ্যাম্পু ব্যবহার করুন।’