নয়াদিল্লি: দিল্লির আদালতের রায় স্বাগত জানিয়ে শেষ পর্যন্ত তাঁর মেয়ে ন্যয়বিচার পেল বলে প্রতিক্রিয়া দিলেন দিল্লি গণধর্ষণকাণ্ডে নির্যাতিতা নির্ভয়ার মা আশা দেবী। ২০১২-য় ২৩ বছর বয়সি ফিজিওথেরাপি ছাত্রীকে ধর্ষণ, নির্যাতনে দোষী সাব্যস্ত চার অপরাধীকে ফাঁসিতে ঝোলাতে মঙ্গলবার ব্ল্যাক ওয়ারেন্ট জারি করেছে নিম্ন আদালত। ২২ জানুয়ারি সকাল সাতটায় চারজনের ফাঁসির নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। তাদের আইনি সুরাহা পাওয়ার বন্দোবস্ত করতে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।
আশাদেবী বলেছেন, আমার মেয়ে ন্যয় পেল। চার দোষীর ফাঁসি দেশের মহিলাদের হাত শক্ত করবে। আদালতের এই সিদ্ধান্ত বিচার ব্যবস্থার ওপর লোকের ভরসা বাড়াবে। ২২ জানুয়ারি তাঁদের কাছে একটা বড় দিন হতে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।
যদিও দোষীদের আইনজীবী এ পি সিংহ বলেছেন, আমরা সর্বোচ্চ আদালতে কিউরেটিভ পিটিশন দাখিল করব।
প্রসঙ্গত, এক বছরের মধ্যে বিচারপর্ব শেষ করে নির্ভয়া মামলায় ৪ জনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছিল নিম্ন আদালত। তবে তার অনেক পরে মৃত্যুদণ্ড নিশ্চিত করে হাইকোর্ট। সুপ্রিম কোর্ট দোষী ঘোষণা ও মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রথম দফার আবেদনগুলি ২০১৭-য় খারিজ করে। নির্যাতিতার মা তখন তাকে স্বাগত জানিয়ে ‘শেষ পর্যন্ত ন্যয়বিচার’ হল বলেছিলেন।
আজ বিচারপতি সতীশ কুমার অরোরা পুলিশ ও নির্যাতিতার মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পরোয়ানা জারি করেন। দোষীদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে হাজির করা হয়েছিল।