মুম্বই: ‘দয়া করে সাড়া দাও বিক্রম। সিগন্যাল ভঙ্গের জন্য তোমায় চালান ধরানো হবে না!’ নাগপুর পুলিশের এই ট্যুইট ইন্টারনেটে জোর সাড়া ফেলে দিয়েছেন। গত শনিবার চাঁদের বুকে অবতরণের মাত্র ২.১ কিমি আগে আচমকা নীরব হয়ে যায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র পাঠানো চন্দ্রযান ২-র ল্যান্ডার বিক্রম। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর চন্দ্রযান ২-র অরবিটারের ক্যামেরায় তোলা ছবিতে দেখা যায়, চাঁদের মাটিতেই রয়েছে বিক্রম ল্যান্ডার। ইসরো জানায় বিক্রমের সঙ্গে যোগাযোগ নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে। বিক্রম নীরবতা ভাঙে কিনা, সেদিকে এখন নজর সারা দেশের। এই পরিস্থিতিতেই নাগপুর পুলিশের ওই সরস ট্যুইট একদিকে যেমন মজাদার, তেমনি সারা দেশের আকুতিও তুলে ধরেছে।
হাস্যরসের মিশেল সহ এই মর্মস্পর্শী ট্যুইট সোশ্যাল মিডিয়ায় প্রশংসা আদায় করে নিয়েছে। ওই ট্যুইট শেয়ার করেছেন বহু টুইটারেটি। দুই ঘন্টায় প্রায় ১৭,৭০০ লাইক ও ৫,৪০০ রিটুইট হয়েছে।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থার প্রশংসা করে এই নাগপুর পুলিশ ইসরো-র ঐতিহাসিক অভিযানের প্রসঙ্গে জনপ্রিয় হিন্দি সিনেমা 'শোলে'-র মুখেমুখে ফেরা একটি সংলাপের আদলে একটি ট্যুইট শেয়ার করেছে। ওই ট্যুইট হল- ‘দুসরোঁ নে কিতনে অ্যাটেমপ্ট কিয়ে..সর্দার ৯..অউর ইসরো নে..সর্দার ১। দুসরোঁ নে ৯ অউর ইসরো নে ১..ফির ভি ইতনি সাকসেস মিল গয়ি। বহুত গর্ব কি বাত হ্যায় ইয়াহ (অন্যরা যেখানে অনেকবার চেষ্টা করছে সেখানে ইসরো একবারের প্রয়াসেই এতটা সাফল্য পেয়েছে)’।