মির্জাপুর: পশ্চিমবঙ্গের হুগলির একটি বিদ্যালয়ে মিড ডে মিলে পড়ুয়াদের নুন-ভাত দেওয়ার খবর ঘিরে জোর আলোড়ন তৈরি হয়েছিল। এবার উত্তরপ্রদেশের একটি স্কুলে এ ধরনেরই খবর সামনে এল। মির্জাপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মিড ডে মিলের মেনুতে নুন ও রুটি দেওয়ার ভিডিও ভাইরাল হল। এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস।


জামালপুর ব্লকের সিয়ুর প্রাথমিক বিদ্যালয়ের যে ভিডিও সামনে এসেছে, সেখানে এক মহিলাকে পড়ুয়াদের পাতে রুটি ও অন্য এক মহিলাকে নুন দিতে দেখা গিয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার জেরে  অস্বস্তিতে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই শিক্ষককে সাসপেন্ড করেছে।

গতকাল বৃহস্পতিবার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। এই ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন প্রিয়ঙ্কা। তিনি বলেছেন, রাজ্য যে পরিষেবা দিচ্ছে তা খুবই নিম্নমানের।

বেসিক শিক্ষা আধিকারিক (বিএসএ) প্রবীণ কুমার তিওয়ারি বলেছেন, ব্লক শিক্ষা আধিকারিকের কাছে এই ঘটনা সম্পর্কে রিপোর্ট নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দুই শিক্ষককে এরজন্য দায়ী বলে মনে করা হচ্ছে। তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

যে দুই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন টিচার ইনচার্জ মুরারী ও অরবিন্দ কুমার ত্রিপাঠী। তিওয়ারি বলেছেন, স্থানীয়স্তরে দলাদলির জেরে এই ঘটনা ঘটতে পারে।

প্রিয়ঙ্কা ট্যুইটারে ভিডিও ট্যাগ করেন। ওই ভিডিওতে পড়ুয়াদের নুন-রুটি খেতে দেখা গিয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, মির্জাপুরের স্কুলে পড়ুয়াদের মিড ডে মিলে নুন-রুটি খেতে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের বিজেপি সরকারের এমনই হাল। যে সুবিধা সরকার দিচ্ছে, তা খুবই নিম্নমানের। শিশুদের প্রতি আচরণ খুবই নিন্দনীয়।



পুষ্টি কর্মসূচীর আওতায় পড়ুয়াদের প্রয়োজনীয় পুষ্টির বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন দিনে পড়ুয়াদের ডাল, ভাত, রুটি, সব্জি, সঙ্গে ফল ও দুধের দেওয়ার কথা।