নারদকাণ্ডে আজ সিবিআই দফতরে আসছেন না মুকুল, আগামীকাল হাজিরা দিতে ফের নোটিস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Sep 2019 12:24 PM (IST)
নারদকাণ্ডে বিজেপি নেতা মুকুল রায়কে ফের নোটিস সিবিআইয়ের। সূত্রের খবর, মুকুল রায়ের প্রতিনিধির কাছে নোটিস দেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা।নারদকাণ্ডে সিবিআই দফতরে আজ আসছেন না বিজেপি নেতা মুকুল রায়।
কলকাতা: নারদকাণ্ডে বিজেপি নেতা মুকুল রায়কে ফের নোটিস সিবিআইয়ের। সূত্রের খবর, মুকুল রায়ের প্রতিনিধির কাছে নোটিস দেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। নারদকাণ্ডে সিবিআই দফতরে আজ আসছেন না বিজেপি নেতা মুকুল রায়। সূত্রের খবর, প্রতিনিধির মাধ্যমে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে বিষয়টি জানিয়েছেন তিনি। আজ মুকুল রায়কে তলব করেছিল সিবিআই। সূত্রের খবর, প্রতিনিধির মাধ্যমে মুকুল রায় জানিয়েছেন দলের কাজে ব্যস্ত থাকায় আজ আসতে পারছেন না তিনি। সিবিআইয়ের কাছে দু-এক দিন সময় চেয়েছেন তিনি। মুকুল রায়কে আগামীকাল হাজিরা দিতে হবে। ওই প্রতিনিধিকে জানানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। নারদ কাণ্ডে গতকাল গ্রেফতার করা হয় রাজ্যের আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে। ষড়যন্ত্র ও দুর্নীতি দমন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করে সিবিআই। নারদ মামলায় এটাই প্রথম গ্রেফতার।তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন মির্জা। বৃহস্পতিবার তাঁর গ্রেফতারের পরে শুক্রবার মুকুলকেও তলব করে সিবিআই।