উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড- দুই রাজ্যেরই মুখ্যমন্ত্রী থেকেছেন এনডি তিওয়ারি। তবে গত বছর এই দুই রাজ্যে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন তিনি। উত্তর প্রদেশের চারবার মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি, উত্তরাখণ্ড গঠিত হওয়ার পর তিনিই ছিলেন সেখানকার প্রথম মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীও থেকেছেন দীর্ঘদিন, সামলেছেন অর্থ ও বিদেশের মত গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব। ২০০৭-২০০৯ পর্যন্ত অন্ধ্র প্রদেশের রাজ্যপালও থেকেছেন। কিন্তু যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার জেরে ওই পদ ছাড়তে হয়।
বয়সজনিত অসুস্থতায় ভোগা তিওয়ারিকে ২৬ অক্টোবর আইসিইউতে ভর্তি করা হয়। তারপর থেকে একদল চিকিৎসক তাঁর দায়িত্বে ছিলেন। তিনি রেখে গেলেন ছেলে রোহিত শেখর ও স্ত্রী উজ্জ্বলা তিওয়ারিকে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।