কলকাতা: চাঁদের পিঠে আছড়ে পড়ার পর ২ মাসেরও বেশি কেটে গিয়েছে। অবশেষে ধরা পড়ল নিখোঁজ হয়ে যাওয়া বিক্রম ল্যান্ডার। নাসার একটি উপগ্রহের অতি শক্তিশালী ক্যামেরায় বিক্রমের ধ্বংসাবশেষের ছবি দেখা গিয়েছে।

নাসার ছবিতে যে সবুজ বিন্দু দেখা যাচ্ছে, সেগুলোই বিক্রমের ধ্বংসাবশেষ বলে মনে করা হচ্ছে। নীল বিন্দুগুলো ধসে যাওয়া মাটি। দেখুন নাসার টুইট


এই আবিষ্কারের কৃতিত্ব নাসা কিন্তু দিচ্ছে এক ভারতীয় কম্পিউটার প্রোগ্রামার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে। তাঁর নাম শন্মুগা সুব্রহ্মণ্যম। নাসা জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর তাদের ক্যামেরা বিক্রমের সম্ভাব্য আছড়ে পড়ার জায়গার যে একগুচ্ছ ছবি পাঠায়, ল্যান্ডারকে খোঁজার জন্য তা অনেকে ডাউনলোড করেন। সুব্রহ্মণ্যমই তাদের সঙ্গে যোগাযোগ করে জানান, ছবির মধ্যে বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন তিনি। এই সূত্র ধরে বিক্রম ধ্বংসের আগের তোলা ছবি ও পরের ছবির মধ্যে মেলায় নাসা। তারাও খুঁজে পায় বিক্রমকে। শন্মুগার নামে ওই ধ্বংসাবশেষের নাম তারা রেখেছে এস। নাসা জানিয়েছে, ঠিক যেখানে বিক্রমের নামার কথা ছিল তার ৭৫০ মিটার উত্তর পশ্চিমে শন্মুগা ওই ধ্বংসাবশেষ খুঁজে পান। এই আবিষ্কারের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে তারা।

ইসরোর চন্দ্রযান ২ প্রকল্পের বিক্রম ল্যান্ডারের চাঁদের দক্ষিণ মেরু থেকে ৬০০ কিলোমিটার দূরে মসৃণভাবে নামার বা সফট ল্যান্ডিংয়ের কথা ছিল। কিন্তু ৭ সেপ্টেম্বর, ঐতিহাসিক সেই ল্যান্ডিংয়ের অল্প কিছু আগে ইসরোর সঙ্গে বিক্রমের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।