নয়াদিল্লি: লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর কটাক্ষের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেছেন, ‘আমাদের দলে সবাই সবলা। আমি নির্মলা আছি এবং সেটাই থাকব। আমরা সবলা থাকব।’
গতকাল কর সংশোধন বিল নিয়ে আলোচনার সময় অর্থমন্ত্রীকে আক্রমণ করে ‘নির্বলা’ বলেন অধীর। তাঁকে পাল্টা আক্রমণ করে বিজেপি। অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর দাবি করেন, অধীরকে ক্ষমা চাইতে হবে। এবার নির্মলাও বহরমপুরের সাংসদকে পাল্টা জবাব দিলেন।
বিজেপি-র সব মহিলাই ‘সবলা’, অধীরের ‘নির্বলা’ কটাক্ষের পাল্টা জবাব নির্মলার
Web Desk, ABP Ananda
Updated at:
03 Dec 2019 09:30 AM (IST)
গতকাল কর সংশোধন বিল নিয়ে আলোচনার সময় অর্থমন্ত্রীকে আক্রমণ করে ‘নির্বলা’ বলেন অধীর।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -