নবসারি: করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। কিন্তু এরই মধ্যে আবার শুরু হয়ে গিয়েছে বিয়ের মরসুম। অনেকেই এই পরিস্থিতিতেও বিয়ে করছেন। গুজরাতের নবসারিতে তেমনই একটি বিয়ের আসর থেকে গ্রেফতার করা হল বর-কনে সহ ১৪ জনকে। লকডাউন সংক্রান্ত বিধি লঙ্ঘন করার দায়েই তাঁদের গ্রেফতার করা হয়েছে।
নবসারির পুলিশ সুপার গিরিশ পাণ্ড্য জানিয়েছেন, ‘মন্দিরে একদল লোকের জমায়েতের খবর পেয়ে পুলিশকর্মীরা অভিযান চালান। তাঁরা দেখতে পান, বিয়ের অনুষ্ঠানে ১৪ জন রয়েছেন। তাঁদের গ্রেফতার করা হয়। লকডাউন অমান্য করায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিয়ের জন্য মন্দিরে জমায়েত, গুজরাতে গ্রেফতার বর-কনে সহ ১৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Apr 2020 01:11 PM (IST)
লকডাউন অমান্য করায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ছবি সৌজন্যে এএনআই
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -