রায়পুর: প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে ছত্তীসগড় সরকারের নয়া উদ্যোগ। রাজ্যের নতুন রাজধানী নয়া রায়পুরের নাম বদলে হতে চলেছে অটল নগর। সে রাজ্যের শুধু রাজধানী নয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং প্রকল্পের নামও হবে অটলবিহারী বাজপেয়ীর নামানুসারে। এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী রমন সিংহের মন্ত্রিসভা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং।
২০০০ সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তীসগড় হওয়ার নেপথ্যে অটলজীর অবদান ছিল অনস্বীকার্য, মন্তব্য রমন সিংহের। শুধু নাম পরিবর্তন নয়, অটলজীর স্মৃতিতে তৈরি হবে একটি স্মৃতিসৌধও। শুধুমাত্র নয়া রায়পুরে প্রয়াত বাজপেয়ীর ভাস্কর্য তৈরি হবে না, রাজ্যে ২৭টি জেলা সদর দফতরেও তৈরি হবে মূর্তি।
রমন সিংহ মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, বিলাসপুর বিশ্ববিদ্যালয়, সদ্য নির্মিত মেডিক্যাল কলেজ রাজনন্দগাঁও, মারওয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং একটি নির্মীয়মান এক্সপ্রেসওয়ে ও উদ্যানও হবে বাজপেয়ীর নামে। এমনকি আসন্ন ভোটের কথা মাথায় রেখে রমন সিংহের বিকাশ যাত্রাও হবে অটল বিকাশ যাত্রা নামে।
বাজপেয়ীকে শ্রদ্ধা! ছত্তীসগড়ের নতুন রাজধানীর নাম হচ্ছে অটল নগর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Aug 2018 03:17 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -