২০০০ সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তীসগড় হওয়ার নেপথ্যে অটলজীর অবদান ছিল অনস্বীকার্য, মন্তব্য রমন সিংহের। শুধু নাম পরিবর্তন নয়, অটলজীর স্মৃতিতে তৈরি হবে একটি স্মৃতিসৌধও। শুধুমাত্র নয়া রায়পুরে প্রয়াত বাজপেয়ীর ভাস্কর্য তৈরি হবে না, রাজ্যে ২৭টি জেলা সদর দফতরেও তৈরি হবে মূর্তি।
রমন সিংহ মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, বিলাসপুর বিশ্ববিদ্যালয়, সদ্য নির্মিত মেডিক্যাল কলেজ রাজনন্দগাঁও, মারওয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং একটি নির্মীয়মান এক্সপ্রেসওয়ে ও উদ্যানও হবে বাজপেয়ীর নামে। এমনকি আসন্ন ভোটের কথা মাথায় রেখে রমন সিংহের বিকাশ যাত্রাও হবে অটল বিকাশ যাত্রা নামে।