নয়াদিল্লি: উত্তর রেলওয়ের বিভিন্ন শাখায় ট্রেনে মহিলা কামরায় ভ্রমণ করায় গ্রেফতার করা হয়েছে প্রায় ১৪০০ পুরুষ যাত্রীকে। জানাল রেল। বর্তমানে উত্তর রেলের ২২০টি ট্রেনে রেল পুলিশ বাহিনীর (আরপিএফ) পাহারার ব্যবস্থা আছে। চলতি বছরে এপর্যন্ত ৬১২১১ জনকে রেলওয়ে আইনের নানা ধারায় গ্রেফতার করে দেড় কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রেলের বিজ্ঞপ্তিতে প্রকাশ, ২০১৮-র জুলাই পর্যন্ত যাত্রী সংক্রান্ত বিভিন্ন অপরাধের ব্যাপারে ভারতীয় দণ্ডবিধির আওতায় ২৫০ অপরাধীকে পাকড়াও করে জিআরপি-র হাতে তুলে দিয়েছে। রেলমন্ত্রী চলতি বছরকে ‘মহিলা ও শিশু নিরাপত্তা’ বর্ষ বলে ঘোষণা করেছে। এই প্রেক্ষিতে ভৈরবী ও বীরাঙ্গনা টিম তৈরি হয়েছে মহিলা আরপিএফ সদস্যদের নিয়ে। ১৩৮৪ পুরুষ যাত্রীকে এ বছর গ্রেফতার করা হয়েছে মহিলা কামরায় উঠে পড়ার জন্য। রেল সম্পত্তি বেআইনি দখল সংক্রান্ত আইনে ৪৮৪ জনকে গ্রেফতার করে ২৫ লক্ষ ৫২ হাজার ১০১ টাকা অর্থমূল্যের রেলসম্পত্তিও উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি এ বছরের জুলাই পর্যন্ত ২২১টি মেয়ে সমেত ২১৩৭টি শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে বিভিন্ন এনজিও-র হাতে তুলে দেওয়া হয়েছে।
উত্তর রেলে মহিলা কামরায় ওঠায় আরপিএফের হাতে গ্রেফতার প্রায় ১৪০০ পুরুষ যাত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
16 Aug 2018 01:48 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -