নয়াদিল্লি: কাশ্মীরে ঢোকার জন্য জঙ্গি হামলা চালানোর লঞ্চিং প্যাডে অপেক্ষা করছে প্রায় ৫০০ সন্ত্রাসবাদী। সামরিক সূত্রের খবর, এই ৪৫০-৫০০ জঙ্গি দারুণ প্রশিক্ষণপ্রাপ্ত। পাকিস্তানের জম্মু ও কাশ্মীরে অশান্তি সৃষ্টির চক্রান্তের অংশ হিসাবে এরা অনুপ্রবেশের চেষ্টা করছে। এখবর প্রকাশ্যে আসতেই নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের প্রয়াস কঠোর হাতে দমনে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে।
এই অপেক্ষারত সন্ত্রাসবাদীদের কেউ কেউ বালাকোটে জয়েশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে ট্রেনিং নিয়েছে বলে সূত্রের দাবি। গত ফেব্রুয়ারিতে ভারতীয় বায়ুসেনা ওই বালাকোটের শিবিরেই বোমা ফেলেছিল। প্রসঙ্গত, পাকিস্তান অতি সম্প্রতি সেই ক্যাম্প ফের সচল করেছে বলে সোমবার সকালেই সাংবাদিক সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবর অনুসারে, সন্ত্রাসবাদীরা পাকিস্তানের দিকে লিপা উপত্যকা থেকে জঙ্গি হামলা চালানোর লঞ্চ প্যাডে রয়েছে। পাক মদতপুষ্ট এই জঙ্গিরা একাধিক প্রধান শহরে গুরুত্বপূর্ণ ভবনগুলিকে হামলার নিশানা করতে পারে।
সূত্রটির অভিমত, পাকিস্তান গোটা দুনিয়ার সামনে প্রমাণ করতে চাইছে যে, ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর কাশ্মীরের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সেজন্য সেখানে সন্ত্রাস, অশান্তি ছড়ানোই তাদের উদ্দেশ্য। তবে সেনাবাহিনী কড়া সতর্কতা বজায় রেখেছে, নিরাপত্তার ক্ষেত্রে যে কোনও চ্যালেঞ্জের ‘যথাযথ’ মোকাবিলার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে তাদের।