সিমি গারেওয়ালের জনপ্রিয় শো রাঁদেভু উইথ সিমি গারেওয়াল থেকে নেওয়া হয়েছে এই ভিডিও। শাহিদ ওই অনুষ্ঠানে তাঁর মায়ের সঙ্গে অতিথি হিসেবে এসেছিলেন। কীভাবে তাঁকে অনুসরণকারীর হাত থেকে ‘বাঁচান’ ৬ বছরের শাহিদ, জানালেন মা নীলিমা
ABP Ananda, Web Desk | 23 Jan 2019 01:14 PM (IST)
মুম্বই: বলিউডের নায়করা পর্দায় নানারকম নায়কোচিত কাজকর্ম করেন ঠিকই। নায়িকাকে গুণ্ডাদের হাত থেকে বাঁচানো তো তাঁদের নিত্য কর্মের মধ্যে পড়ে। কিন্তু জানেন কী, পর্দায় নয়, বাস্তবে একবার সুপার হিরোর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শাহিদ কপূর। আর তখন তাঁর বয়স ছিল মাত্র ৬! শাহিদের মা নীলিমা আজিমের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, নীলিমা বলছেন, কীভাবে জব উই মেট-এর নায়ক ছোট্টবেলায় তাঁকে এক উত্যক্তকারীর হাত থেকে বাঁচিয়েছিলেন। নীলিমা বলছেন, একজন ছোটখাটো চেহারার ফরাসি তাঁকে সারাক্ষণ অনুসরণ করছিল। কিন্তু সে তাঁর কাছাকাছি আসার বা কিছু বলার আগেই ৬ বছরের শাহিদ মাঝখানে এসে দাঁড়ায়। বলে, মাফ করবেন স্যার! ওঁর সঙ্গে কথা বলার আগে আমার মুখোমুখি হতে হবে আপনাকে। শাহিদের সেই মুখ তিনি জীবনে ভুলতে পারবেন না। তখন বয়স ছিল মাত্র ৬। দেখুন ভিডিওটি