জেনিভা: কিছুদিন আগে বলা হচ্ছিল, করোনাভাইরাসের একটি নতুন ধরন পাওয়া গিয়েছে ভারতে। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হল, ‘ল্যাম্বদা’ নামে একটি নতুন ধরন পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, দক্ষিণ আমেরিকা থেকেই ছড়িয়ে পড়েছে করোনার এই নতুন ধরন। ২৯টি দেশে চিহ্নিত হয়েছে করোনার এই নতুন ধরন। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকায় ব্যাপক হারে ‘ল্যাম্বদা’-র উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। পেরুতে এ বছরের এপ্রিলে যত মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ৮১ শতাংশের শরীরেই ‘ল্যাম্বদা’-র উপসর্গ পাওয়া গিয়েছে। চিলিতে গত ৬০ দিনে যতজন করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের ৩২ শতাংশের শরীরে নতুন ধরন পাওয়া গিয়েছে। আর্জেন্তিনা, ইকুয়েডরের মতো দেশেও করোনার নতুন ধরন পাওয়া গিয়েছে। ব্রাজিলে অবশ্য করোনার নতুন ধরন ‘গামা’-র উপস্থিতি দেখা গিয়েছে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার এই নতুন ধরন অত্যন্ত বিপজ্জনক। কারও শরীরে এই নতুন ধরন থাকলে, অন্যদের শরীরে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি। তাছাড়া অ্যান্টিবডির তুলনায় করোনাভাইরাসকে বেশি শক্তিশালী করে তুলছে এই নতুন ধরন। তবে এখনও ‘ল্যাম্বদা’-র বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলার সময় আসেনি। করোনার এই নতুন ধরন নিয়ে গবেষণা চলছে। সেই গবেষণা সংক্রান্ত বিস্তারিত তথ্য এলে তবেই এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 


গত বছর বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়ার পর থেকে এখনও পর্যন্ত নতুন যতগুলি ধরন দেখা গিয়েছে, সবগুলি নিয়েই গবেষণা চলছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ‘ল্যাম্বদা’ নিয়েও গবেষণা শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই ধরনটি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এতগুলি দেশে যখন ‘ল্যাম্বদা’ ছড়িয়ে পড়েছে, তখন এটি নিশ্চিতভাবেই উদ্বেগের বিষয়। আশা করা যায় ভবিষ্যতে করোনার এই নতুন ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।