মুম্বই: নির্দিষ্ট স্টেশনে না থেমেই চলে গেল ট্রেন! সেটাও আবার যে কোনও ট্রেন নয়, দেশের অন্যতম সেরা ট্রেন তেজস এক্সপ্রেস। এই অভাবনীয় ঘটনার পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছে পশ্চিম রেল। কী কারণে এই ঘটনা ঘটল সেটা জানার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল আমদাবাদ থেকে মুম্বইগামী তেজস এক্সপ্রেসের থামার কথা ছিল আন্ধেরি স্টেশনে। কিন্তু সেখানে না থেমেই এগিয়ে যায় ট্রেনটি। আন্ধেরিতে নামার কথা ছিল ৪২ জন যাত্রীর। তাঁরা ট্রেন থেকে নামতে না পারায় বিষয়টি রেলের আধিকারিকদের জানান। এরপর দ্রুত দাদার স্টেশনে ট্রেন থামিয়ে তাঁদের নামার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে পশ্চিম রেলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেস নির্দিষ্ট স্টপেজে না থেমে আন্ধেরি ছেড়ে চলে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে আধিকারিকদের নজরে আনা হয়। এরপরেই দ্রুত দাদার স্টেশনে ট্রেনটি থামানো হয়। সেখানে নেমে যান ৪২ জন যাত্রী। এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’
গতকাল তেজস এক্সপ্রেসে থাকা অনেক যাত্রীই ট্যুইট করে বিষয়টি রেলমন্ত্রী পীযূষ গয়ালের নজরে এনেছেন। তাঁরা চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দেশের প্রথম সেমি-হাইস্পিড পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন তেজস এক্সপ্রেসের যাত্রা শুরু হয় ২০১৭ সালের ২৪ মে থেকে। প্রথমে মুম্বই থেকে গোয়ার মধ্যে চলতে থাকে এই ট্রেন। এরপর দ্বিতীয় তেজস এক্সপ্রেসের যাত্রা শুরু হয় ২০১৯-এর ১ মার্চ। চেন্নাই এগমোর থেকে মাদুরাইয়ের মধ্যে চলতে শুরু করে এই ট্রেন। ২০১৯-এর ৪ অক্টোবর থেকে লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেসের যাত্রা শুরু হয়।
গত বছর লকডাউনের সময় দেশের সব ট্রেন বন্ধ হয়ে যায়। এরপর গত বছরের ১৭ অক্টোবর থেকে ফের মুম্বই ও আমদাবাদের মধ্যে তেজস এক্সপ্রেস চালু হলেও, কম যাত্রী থাকার কারণে ২৪ নভেম্বর থেকে ফের এই ট্রেন বন্ধ হয়ে যায়। এ মাসের ১৪ তারিখ থেকে সপ্তাহে চারদিন করে চলছে এই ট্রেন।