মহারাষ্ট্রের আলিবাগে নীরব মোদীর ‘বেআইনি’ বাংলো গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের
Web Desk, ABP Ananda | 22 Aug 2018 09:43 PM (IST)
মুম্বই: মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগে পিএনবি জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদীর ‘বেআইনি’ বাংলো ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পরিবেশমন্ত্রী রামদাস কদম এদিন উপকূলবর্তী অঞ্চলে বেআইনিভাবে নির্মিত বাংলোগুলি নিয়ে রায়গড়ের কালেক্টর বিজয় সূর্যবংশীর সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের পর রামদাস জানিয়েছেন, ‘রায়গড় জেলার আলিবাগে ১২১টি এবং মুরুদে ১৫১টি বেআইনি বাংলো আছে। বেশ কয়েকটি বাংলো চিত্রতারকা ও শিল্পপতিদের। আলিবাগের ১২১টি বেআইনি বাংলোর মধ্যে ১০১টি ভাঙার উপর আদালতের স্থগিতাদেশ আছে। একইভাবে মুরুদের ১৫১টির মধ্যে ৬১টি বাংলো ভাঙার উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। এখনও পর্যন্ত কোনও বাংলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আজ আমি রায়গড়ের জেলাশাসককে বলেছি, ভারতকে লুট করে পালিয়ে যাওয়া নীরব মোদীর বেআইনি বাংলো ভেঙে ফেলতে হবে।’ কালেক্টর বলেছেন, ‘জেলার একটি বাংলো হীরে ব্যবসায়ী ও পিএনবি দুর্নীতিতে অভিযুক্ত মেহুল চোকসির। আরও কয়েকটি বেআইনি ভবনের মতো সেই বাংলোটিও ভেঙে ফেলার উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। চোকসি ও অন্যান্য ব্যক্তিদের বেআইনি বাংলো যাতে ভেঙে ফেলা যায়, তার জন্য আাদলতে স্থগিতাদেশ তুলে নেওয়ার আবেদন জানাবে সরকার।’