ঝাড়খণ্ড:  অতীতে জমিদার-রাজাদের পা ধুয়ে দিতে দেখা যেত প্রজাদের। বর্তমানে সমাজ এগিয়েছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ক্ষমতাশালীকে তোয়াজের প্রবণতা যায়নি। সম্প্রতি ঝাড়খণ্ডে বিজেপি কর্মীদের দেখা গেল গোন্ডা থেকে আসা দলের সাংসদ নিশিকান্ত দুবের পা ধুয়ে দিতে। শুধু পা ধোয়া নয়, সেই জল খেতে পর্যন্ত দেখা যায় ওই বিজেপি কর্মীদের। হাজার খানেক দলীয় কর্মীর সামনে ঘটনাটি ঘটে। এরপর থেকেই শুরু নয়া বিতর্কের।


এই ঘটনা প্রকাশ্যে আসার পরই নিজের দলের সাংসদদের থেকেই সমালোচনার শিকার হয়েছেন নিশিকান্ত। তবে বিতর্কের মুখেও যে কর্মীরা তাঁর পা ধোয়া জল খেয়েছেন, তাঁদের প্রশংসাই করেছেন বিতর্কিত সাংসদ।

তারপর তিনি দাবি করেন, ঝাড়খণ্ডের পুরনো ঐতিহ্য, অতিথিদের পা জল দিয়ে ধুয়ে দেওয়া। এরমধ্যে কোনও রাজনীতির রঙ নেই, মন্তব্য নিশিকান্তের। এরপর তিনি মহাভারত এবং শ্রীকৃষ্ণের কথাও উল্লেখ করেন।

তবে নিশিকান্তের সমালোচনা করে বিজেপি সাংসদ উদিত রাজ বলেন, এধরনের কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যায়। কংগ্রেস কড়া ভাষায় নিশিকান্তের সমালোচনা করে বলেছে, এই ধরনের কাজ থেকে বিজেপির মানসিকতা প্রকাশ পায়। বিজেপি সমাজে এভাবেই অসমতা এবং জাতপাতের বীজ বপন করছে।