এই ঘটনা প্রকাশ্যে আসার পরই নিজের দলের সাংসদদের থেকেই সমালোচনার শিকার হয়েছেন নিশিকান্ত। তবে বিতর্কের মুখেও যে কর্মীরা তাঁর পা ধোয়া জল খেয়েছেন, তাঁদের প্রশংসাই করেছেন বিতর্কিত সাংসদ।
তারপর তিনি দাবি করেন, ঝাড়খণ্ডের পুরনো ঐতিহ্য, অতিথিদের পা জল দিয়ে ধুয়ে দেওয়া। এরমধ্যে কোনও রাজনীতির রঙ নেই, মন্তব্য নিশিকান্তের। এরপর তিনি মহাভারত এবং শ্রীকৃষ্ণের কথাও উল্লেখ করেন।
তবে নিশিকান্তের সমালোচনা করে বিজেপি সাংসদ উদিত রাজ বলেন, এধরনের কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যায়। কংগ্রেস কড়া ভাষায় নিশিকান্তের সমালোচনা করে বলেছে, এই ধরনের কাজ থেকে বিজেপির মানসিকতা প্রকাশ পায়। বিজেপি সমাজে এভাবেই অসমতা এবং জাতপাতের বীজ বপন করছে।