পুলিশ সূত্রে খবর, একটি টিউবওয়েলের ঘরে ওই ছাত্রীকে নিয়ে গিয়ে গণধর্ষণ করে অভিযুক্তরা। তাদের সেই ঘরের চাবি দেন দীনদয়াল নামে গ্রেফতার হওয়া ওই ব্যক্তি। অত্যাচারের ফলে ওই ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিযুক্তরা এক চিকিৎসককে ডেকে আনে। তিনি ওই ছাত্রীর প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু তিনি পুলিশকে এ বিষয়ে কিছু জানাননি। সেই কারণে তাঁকেও গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, আজ নির্যাতিতা ছাত্রীর পরিবার রাজ্য সরকারের দেওয়া দু’লক্ষ টাকা প্রত্যাখ্যান করেছে। ওই ছাত্রীর মা বলেছেন, ‘কোনও মেয়ের উপর হওয়া নৃশংস অত্যাচারের জন্য কি হরিয়ানা সরকার এই মূল্য নির্ধারণ করেছে? আমরা এই আর্থিক সাহায্য প্রত্যাখ্যান করেছি। আমরা মেয়ের জন্য বিচার চাই।’