নয়াদিল্লি: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৭০০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা বললেও, এ বিষয়ে সরকারিভাবে কোনও সিদ্ধান্তের কথা ঘোষণা হয়নি বলে জানিয়ে দিল সংযুক্ত আরব আমিরশাহী। আজ পশ্চিম এশিয়ার এই দেশটির রাষ্ট্রদূত আহমেদ আলবান্নাম বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরশাহী সরকারিভাবে কেরলে বন্যাত্রাণে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেনি। আমরা ভারতকে কোনওরকম সহায়তা দেওয়ার কথা বলিনি। ভবিষ্যতে আমরা সাহায্যের কথা বিবেচনা করতে পারি।’
বিজয়ন দাবি করেছিলেন, কেরলের সঙ্গে বিশেষ সম্পর্কের কথা মাথায় রেখে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। এ মাসের ১৮ তারিখ দুবাইয়ের শাসক তথা প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুম ট্যুইট করে জানান, কেরলকে সাহায্য করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তবে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বন্যাদুর্গত কেরলের জন্য কোনও বিদেশি রাষ্ট্রের কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়া হবে না। এ বিষয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। তবে আজ এ বিষয়ে সংযুক্ত আরব আমিরশাহীর অবস্থান স্পষ্ট হয়ে গেল।
কেরলে বন্যাত্রাণে আর্থিক সাহায্যের বিষয়ে চূড়ান্ত ঘোষণা হয়নি, জানাল সংযুক্ত আরব আমিরশাহী
Web Desk, ABP Ananda
Updated at:
24 Aug 2018 07:36 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -