নয়াদিল্লি: রাজনৈতিক নেতাদের মধ্যে দায়বদ্ধতা ও স্বচ্ছতা আনা এবং জনপ্রতিনিধিদের রেটিং ও কাজকর্মের বিচার করার জন্য চালু হল একটি অ্যাপ। ২৭ বছর বয়সি এক ব্যবসায়ী প্রথম মিত্তল এই অ্যাপ চালু করেছেন। অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘নেতা অ্যাপ’। আজ এই অ্যাপ উদ্বোধন করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেছেন, ‘তথ্যসমৃদ্ধ ভোটার, ভাল নেতা, দায়বদ্ধতা ও সম্পূর্ণ স্বচ্ছতা ছাড়া ভালভাবে গণতন্ত্র চলতে পারে না।’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও এই অনুষ্ঠানে হাজির ছিলেন। তিনি বলেছেন, ‘ভারত বৃহৎ গণতান্ত্রিক দেশ হলেও, অনেকেই জাত, ধর্মের ভিত্তিতে ভোট দেন। অনেক ভোটারই তাঁদের জনপ্রতিনিধির সঙ্গে দেখা করতে পারেননি। এই পরিস্থিতিতে এই উদ্যোগের ফলে ভোটারদের কাছে তাঁদের জনপ্রতিনিধিদের পরিচয় ও কাজের বিষয়ে তথ্য যাবে। এতে রাজনৈতিক দলগুলির পাশাপাশি মানুষেরও লাভ হবে।’

‘নেতা অ্যাপ’-এর বিষয়ে মিত্তল বলেছেন, ‘যাঁরা জনপ্রতিনিধিদের রেটিং দেবেন, তাঁদের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। ওয়ান টাইম পাসওয়ার্ড ছাড়াও এই অ্যাপ ব্যবহারকারীদের আধার নম্বর জানাতে হচ্ছে।’