ঔরঙ্গাবাদ: অদূর ভবিষ্যতে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে হওয়ার কোনও সম্ভাবনা নেই। সাফ জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আইনপ্রণেতারা এ বিষয়ে আইন কার্যকর করতে অন্তত এক বছর সময় নেবেন। এই প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগে। যখন সংবিধান সংশোধনের বিল তৈরি হয়ে যাবে, আমরা জানতে পারব এটা হচ্ছে।’
এ বছরের শেষদিকে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও মিজোরামে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, এই চার রাজ্যের বিধানসভা নির্বাচন স্থগিত রেখে আগামী বছরের এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচনের সঙ্গেই হতে পারে। সম্প্রতি বিজেপি সভাপতি অমিত শাহ লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করা নিয়ে আলোচনার ডাক দিয়েছেন। তবে রাওয়াতের আজকের মন্তব্যের পর যাবতীয় জল্পনার অবসান হল। তিনি জানিয়েছেন, লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা।
লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে হওয়ার কোনও সম্ভাবনা নেই, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার
Web Desk, ABP Ananda
Updated at:
23 Aug 2018 07:36 PM (IST)
ছবি সৌজন্যে পিটিআই
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -