নয়াদিল্লি: এবছর আইপিএলে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হবে না। বাজেটে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ টাকা তুলে দেওয়া হবে পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের পরিবারের হাতে। শুক্রবার ভারতীয় ক্রিকেটের প্রশাসক কমিটির তরফ থেকে সভাপতি বিনোদ রাই এই ঘোষণা করেন।


প্রত্যেক বছর টি-২০ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বেশ জাঁকজমকপূর্ণ হয়। বিশেষ আকর্ষণ হিসাবে থাকে বলিউড তারকাদের উজ্জ্বল উপস্থিতি। কিন্তু এবার বাতিল করা হয়েছে সমস্ত অনুষ্ঠানের আয়োজন। এই বিষয়ে শুক্রবার মিটিং করে প্রশাসক কমিটি।

পুলওয়ামা জঙ্গি হামলা স্পষ্ট ছাপ পড়েছে ক্রিকেট দুনিয়াতেও। বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা নিয়ে আজ প্রশাসক কমিটি কোনও সিদ্ধান্ত না নিলেও জানানো হয়েছে, প্রত্যের আইসিসি সদস্যকে অনুরোধ করা হবে সন্ত্রাসবাদের উত্স, এমন কোনও দেশের সঙ্গে কোনওরকম সম্পর্ক না রাখার জন্য।

২৩শে মার্চ আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।