নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদাও খর্ব করা হয়েছে। সোমবার সকালেই সংসদে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের সিদ্ধান্ত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গোটা রাজ্যকে জম্মু ও কাশ্মীর আর লাদাখে টুকরো করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির জন্য আলাদা বিলও পেশ করেন তিনি।

সরকারের এই পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করার জন্য পরে সোশ্যাল মিডিয়াকেও বেছে নেন অমিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন, একই দেশে 'দুই নিশান, দুই সংবিধান' আর চলবে না।




ভারতীয় সংবিধানের ৩৭০ ধারায় জম্মু ও কাশ্মীরকে পৃথক পতাকা ব্যবহার ও পৃথক সংবিধানের প্রণয়নের স্বাধীনতা দেওয়া হয়েছিল। সেই ধারাই রদ করা হয়েছে। সোমবার অমিত শাহ টুইট করেন, 'কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তবে এই সিদ্ধান্তের পর নিশ্চিত হয়ে গেল যে, জম্মু ও কাশ্মীরে আর দুই নিশান, দুই সংবিধান থাকবে না। সংহত ভারতের স্বপ্ন দেখে  যে সমস্ত দেশপ্রেমীরা জীবন দিয়েছিলেন, এটা তাঁদেরকেই শ্রদ্ধার্ঘ। গোটা দেশকে অভিনন্দন।'




আর একটি টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, 'একটা ঐতিহাসিক ভুলের সংশোধন করল মোদি সরকার। মাতৃভূমির একতা ও সংহতি অটুট রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অঙ্গীকারকে আমি অভিনন্দন জানাব। জম্মু-কাশ্মীর ও লাদাখ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একটা নতুন ভোর হাজির।'