নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা রদ করার পরেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার। জম্মুতে মোতায়েন করা হয়েছে ৬ কলম সেনা। উত্তরপ্রদেশ, ওড়িশা, অসম সহ দেশের বিভিন্ন অংশ থেকে কাশ্মীরে উড়িয়ে নিয়ে যাওয়া হল প্রায় আট হাজার আধাসেনাকে। অশান্তির আশঙ্কায় দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ভারতীয় সেনার পাশাপাশি বিমানবাহিনীকেও সতর্ক করে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীরের বাসিন্দা এবং ছাত্রদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত। শান্তিভঙ্গ ও কাশ্মীরিদের উপর হামলা ঠেকানোর জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়ে প্রচারও করা উচিত। এর ফলে কাশ্মীরিদের আস্থা অর্জন করা যাবে। হিংসা, সাম্প্রদায়িক সংঘর্ষে উস্কানি দেওয়ার লক্ষ্যে যাতে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ও যাচাই না করা খবর, গুজব ছড়ানো না যায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা উচিত নিরাপত্তারক্ষীদের।’
জম্মুতে মোতায়েন ৬ কলম সেনা, কাশ্মীরে উড়িয়ে নিয়ে যাওয়া হল ৮,০০০ আধাসেনাকে
Web Desk, ABP Ananda
Updated at:
05 Aug 2019 06:10 PM (IST)
ভারতীয় সেনার পাশাপাশি বিমানবাহিনীকেও সতর্ক করে দেওয়া হয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -