নয়াদিল্লি: ট্যুইট করে নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভে অশান্ত হয়ে ওঠা উত্তরপূর্ব ভারতের বাসিন্দাদের অভয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অসমীয়াদের রাজনৈতিক স্বার্থ সাংবিধানিক উপায়ে সুরক্ষিত রাখায় তিনি ও কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে তিনি লেখেন, অসমের ভাই, বোনেদের আশ্বস্ত করছি, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ায় তাঁদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনাদের অধিকার, স্বতন্ত্র পরিচিত ও সুন্দর সংস্কৃতি কেউ কেড়ে নিতে পারবে না। তা ক্রমাগত বিকশিত, সমৃদ্ধ হয়ে চলবে।


আরেকটি ট্যুইটে তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার এবং আমি অনুচ্ছেদ ৬ এর মর্মবস্তু অনুসারে অসমীয়া মানুষের রাজনৈতিক, ভাষাগত, সাংস্কৃতিক ও জমির ওপর অধিকার সাংবিধানিক ভাবে রক্ষা করতে দায়বদ্ধ।



প্রধানমন্ত্রী যখন অসমের জনগণের সিএবি ঘিরে উদ্বেগ, উত্কণ্ঠা দূর করার চেষ্টা করছেন, তখন রাজ্যের বিস্তীর্ণ এলাকা জ্বলছে বিল-বিরোধী ক্ষোভের আগুনে। হাজার হাজার বিক্ষোভকারী গুয়াহাটির রাস্তায় নেমে বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পুলিশ, আধাসামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান। গতকাল সন্ধ্যা সাতটা থেকে ২৪ ঘন্টার জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবাও স্থগিত রাখা হয়েছে। তিনসুকিয়া, ডিব্রুগড়, জোরহাটে সেনা নেমেছে বলে জানিয়েছেন সরকারি কর্তারা। প্রতিবেশী ত্রিপুরাতেও দু কলাম সেনা মোতায়েন করা হয়েছে।
ডিব্রুগড়ের ছাবুয়ায় রেলস্টেশনে আগুন ধরায় উত্তেজিত জনতা। ছাবুয়া রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নিজের এলাকা। উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেলের মুখপাত্র জানান, তিনসুকিয়ার পানিটোলা রেলস্টেশনেও আগুন লাগায় জনতা। ‘ট্রেন চলাচলে গন্ডগোলে’র জেরে অন্তত ৩১টি ট্রেন বাতিল বা সেগুলির যাত্রাপথ ঘুরিয়ে বা ছোট করা হয়েছে বলেও জানা গিয়েছে।
লখিমপুর, ডিব্রুগড়, তিনসুকিয়া, জোরহাট, শিবসাগর, নামনি অসমের কিছু জেলায় জনজীবন স্তব্ধ হয়ে রয়েছে।
গুয়াহাটি, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ১৪ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।