নয়াদিল্লি: আগামীকাল থেকে চালু করে হচ্ছে কিছু বিশেষ ট্রেন। মঙ্গলবার থেকে ১৫ জোড়া প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। আজ বিকেল ৪টের পর থেকে শুরু হবে বুকিং। কাউন্টারে গিয়ে নয়, কেবল অনলাইনে চলবে বুকিং। ইন্ডিয়ান রেলওয়ে সাইট বা আইআরসিটিসির মোবাইল অ্যাপ থেকেও বুক করা যাবে টিকিট।

এক ঝলকে দেখে নিন কোথা থেকে কোথায় চলবে ট্রেন চলবে-

  • নয়াদিল্লি থেকে ডিব্রুগড়

  • নয়াদিল্লি থেকে আগরতলা

  • নয়াদিল্লি থেকে হাওড়া

  • নয়াদিল্লি থেকে পাটনা

  • নয়াদিল্লি থেকে বিলাসপুর

  • নয়াদিল্লি থেকে রাঁচি

  • নয়াদিল্লি থেকে ভুবনেশ্বর

  • নয়াদিল্লি থেকে সেকেন্দ্রাবাদ

  • নয়াদিল্লি থেকে বেঙ্গালুরু

  • নয়াদিল্লি থেকে চেন্নাই

  • নয়াদিল্লি থেকে তিরুঅনন্তপুরম

  • নয়াদিল্লি থেকে মদগাঁও

  • নয়াদিল্লি থেকে মুম্বই সেন্ট্রাল

  • নয়াদিল্লি থেকে আহমেদাবাদ

  • নয়াদিল্লি থেকে জম্মু তাওয়াই




১ মে থেকে শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল তা চলবে নিয়মমাফিক। এরপর আরও নতুন নতুন রুটে ট্রেন চালু করার ইঙ্গিতও দেন রেলমন্ত্রক। আনা হবে আরও কোচও। ট্রেনে উঠতে মাস্ক বাধ্যতামূলক। স্টেশনে চলবে থার্মাল স্ক্রিনিং।