কোচি: কংগ্রেস সহ বিরোধী দলগুলি যখন কেরলের বিধ্বংসী বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানাচ্ছে, তখন কেরল হাইকোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল, আইনে এই ধরনের কোনও সংস্থান নেই।
কেরলের বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণার দাবিতে হাইকোর্টে একটি আবেদন জানানো হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে হলফনামা দিয়ে কেন্দ্র জানিয়েছে, ‘কেরলের বন্যাকে গুরুতর দুর্যোগ হিসেবে গণ্য করা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা নীতি অনুসারে কেরলের বন্যাকে এল থ্রি লেভেল দুর্যোগ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। কোনও দুর্যোগ যত বড়ই হোক না কেন, জাতীয় বিপর্যয় হিসেবে আখ্যা দেওয়ার সংস্থান নেই। সাধারণ ভাষায় এই কথা বলা হয়।’
কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ছাড়াও কেরলের এলডিএফ সরকার এবং বিরোধী দল কংগ্রেস এই বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানিয়েছে। তবে কেন্দ্র সেই দাবি মানতে নারাজ।
কোনও দুর্যোগকে জাতীয় বিপর্যয় ঘোষণার সংস্থান নেই, কেরল হাইকোর্টে জানাল কেন্দ্রীয় সরকার
Web Desk, ABP Ananda
Updated at:
20 Aug 2018 08:26 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -