বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার সময় সারা দেশে ধর্মীয় জমায়েত বন্ধ করার উদ্যোগ নেওয়ার কথা বলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এরপরেই রাজ্যপাল ও উপরাজ্যপালদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় এই বার্তা দিলেন উপরাষ্ট্রপতি। কৃষিকাজ এবং উৎপন্ন হওয়া ফসল সংরক্ষণের কাজ যাতে কোনওভাবে ব্যাহত না হয়, সে বিষয়েও উদ্যোগ নিতে বলেন উপরাষ্ট্রপতি।
এই ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস মোকাবিলায় নিজেদের মতামত জানান ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপাল, উপরাজ্যপাল ও আধিকারিকরা। কয়েকটি রাজ্যে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের উপর হামলার ঘটনায় উদ্বেগপ্রকাশ করেন উপরাষ্ট্রপতি। তিনি এই ঘটনাকে দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় বলে ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই ঘটনায় চিকিৎসকদের মনোবল ধাক্কা খাবে।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকেও কৃষিকাজ যাতে ব্যাহত না হয়, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সে বিষয়ে উদ্যোগ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা বলেছেন, ‘লকডাউনের মধ্যেও কৃষি সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিধিনিষেধ নেই। ফসল উৎপন্ন করে মাঠ থেকে নিয়ে এসে সংরক্ষণ করা, কৃষিমান্ডির কাজকর্ম পরিচালনা করার ক্ষেত্রে কোনও বাধা নেই। তবে শুধু কৃষিকাজের ক্ষেত্রেই এই ছাড় দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখেই যাতে কৃষিকাজ হয়, সেটা নিশ্চিত করতে হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।’