তবে বিরোধীরা এক বাক্যে বলছেন, এভাবে আসল প্রসঙ্গ থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলায় হাসপাতালগুলির চিকিৎসা সঙ্কট, প্রয়োজনীয় কিট, ওযুধপত্রের অপ্রতুলতার সমস্যা, লকডাউনে দিনমজুরদের সমস্যা না মিটিয়ে তিনি অপ্রয়োজনীয় সব বিষয়ে সময় নষ্ট করছেন। কিছুদিন আগে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে বিজেপির সবচেয়ে পুরনো সহযোগী শিবসেনা। হাত মিলিয়েছে কংগ্রেস, এনসিপির সঙ্গে। সেনা সাংসদ সঞ্জয় রাউত টুইট করে সবাইকে সাবধান করেছেন, আগের বার তো প্রধানমন্ত্রী হাততালি দিতে বলায় সকলে রাস্তায় নেমে এসেছিলেন। এবার দেখবেন যেন, প্রধানমন্ত্রীর কথা শোনার আগ্রহাতিশয্যে বাড়িতে আগুন টাগুন দিয়ে ফেলবেন না। তাঁর মন্তব্য, প্রদীপ না হয় জ্বালাব, তবে সরকার বলুক, পরিস্থিতির উন্নতি করতে কী কী ব্যবস্থা নিল তারা।