নয়াদিল্লি: দেশব্যাপী মূল্যবৃদ্ধি শীঘ্রই নিয়ন্ত্রণে না আনা গেলে পরবর্তী সাধারণ নির্বাচনে মোদী সরকারকে চরম মূল্য দিতে হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন রামদেব। রাজধানীতে এক অনুষ্ঠানে যোগগুরু বলেছেন, অনেকে মোদী সরকারের নানা নীতির প্রশংসা করে থাকেন। কিন্তু কিছু নীতি ঠিকঠাক করা দরকার। মূল্যবৃদ্ধি একটা বড় ইস্যু, শীঘ্রই মোদীজীকে প্রয়োজনীয় সঠিক পদক্ষেপ করতে হবে, নয়তো মূল্যবৃদ্ধির আগুনে বড় ক্ষতি হয়ে যাবে তাঁর সরকারের। শীঘ্রই পেট্রল, ডিজেল সহ প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে ব্যবস্থা নিতে হবে প্রধানমন্ত্রীকে।
তবে ২০১৪ এর মতোই আজও মোদীর ওপর তাঁর আস্থা অটুট আছে কিনা, প্রশ্ন করা হলে জবাব এড়িয়ে যান তিনি।
একইসঙ্গে ২০১৪-য় যেমন প্রধানমন্ত্রী মোদীর হয়ে সরাসরি প্রচার করেছিলেন, এবার সেভাবে বিজেপির পক্ষে প্রচার করবেন না বলে জানিয়ে দেন রামদেব। বলেন, কেন করব? ওদের হয়ে প্রচার করব না। আমি রাজনীতি থেকে সরে গিয়েছি। আমি সব দলের সঙ্গেই আছে, আমি স্বাধীন।
তিনি বামপন্থী বা দক্ষিণপন্থী, কোনওটাই নন, মধ্যপন্থী ও জাতীয়তাবাদী বলে দাবি করে রামদেব বলেন, তাঁকে আক্রমণ করা উচিত নয় কারও কেননা অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতেই তিনি মৌন যোগ অর্থাত্ নীরবতা পালন করছেন।
পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী স্বচ্ছ ভারত অভিযানের সূচনার মতো ভাল কাজ করেছেন, কোনও বড় আর্থিক কেলেঙ্কারি হতে দেননি বলে জানিয়ে তাঁর প্রশংসা করেও রামদেব বলেন, মোদীর সমালোচনা করার মৌলিক অধিকার মানুষের আছে।
রামদেব পেট্রল, ডিজেলকে জিএসটির আওতায় নিয়ে এসে সেগুলিকে একেবারে সবচেয়ে কম হারের করের তালিকায় রাখার দাবি করেন, বলেন, লোকের পকেট খালি হয়ে যাচ্ছে। রাজস্ব লোকসানের ফলে একসময় দেশ আর চলবে না, এটা পুষিয়ে দিতে হবে বড়লোকদের ওপর আরও কর চাপিয়ে।
২০১৯-এ বিজেপির হয়ে প্রচারে নেই, জানিয়ে দিলেন, শীঘ্রই মূল্যবৃদ্ধি রোধ না করলে পরের ভোটে মোদী সরকারকে চরম মূল্য দিতে হতে পারে, হুঁশিয়ারি রামদেবের
Web Desk, ABP Ananda
Updated at:
17 Sep 2018 07:33 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -