নয়াদিল্লি: সরকারি বাণিজ্য প্রতিষ্ঠানই শুধু নয়, পারলে তাজমহলও বেচে দেবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে এমনই কটাক্ষ করলেন রাহুল গাঁধী।
আজ দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে জংপুরায় কংগ্রেস প্রার্থীর সমর্থনে জনসভায় প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, নরেন্দ্র মোদি একটা দারুণ স্লোগান তৈরি করেছিলেন, মেক ইন ইন্ডিয়া। যদিও একটিও কারখানা স্থাপিত হয়নি। বরং উনি সব বিক্রি করে দিচ্ছেন। ইন্ডিয়ান অয়েল, এয়ার ইন্ডিয়া, হিন্দুস্তান পেট্রলিয়াম, রেল এমনকী লালকেল্লাও। এবার এমনকী ,তাজমহলও বিক্রি করে দেবেন।
৮ ফেব্রুয়ারির দিল্লি বিধানসভা ভোটের আগে ক্রমবর্ধমান বেকারির অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করার চেষ্টায় শীর্ষ কংগ্রেস নেতাটি আরও বলেন, দেশের যুবসমাজ কাজ চায়। ভারতই একমাত্র দেশ যে চিনের সঙ্গে টক্কর দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ভারতের যুবকদের কথা বলেন। গোটা বিশ্ব জানে আমাদের সেই ক্ষমতা, শক্তি আছে। কিন্তু কোনও যুবককে যখন প্রশ্ন করি, সে কী করছে, কোনও উত্তরই সে দেয় না।
উল্টে তাঁর দল দিল্লিতে ক্ষমতায় এলে কর্মসংস্থান সুনিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দেন রাহুল। দিল্লির ভাগ্যের ফয়সলা হবে ১১ ফেব্রুয়ারি।