আজই মাল্য লন্ডনে বোমা ফাটিয়ে জানিয়েছেন, গত বছর ভারত ছাড়ার আগে তিনি দেখা করেছিলেন সে সময়কার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে, প্রবল আলোড়ন চলছে যা ঘিরে।
ঘটনাচক্রে যে সময়ের কথা মাল্য বলছেন, তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি।
৬২ বছরের প্রাক্তন কিংফিশার এয়ারলাইন্স কর্ণধার লন্ডনে আজ ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির হন। জালিয়াতি, অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে তাঁকে বিচারের মুখে দাঁড় করাতে ভারতে প্রত্যর্পণের মামলার শুনানি ছিল। তাঁকে কি দেশ ছাড়তে বলে আগেভাগে সাবধান করে দেওয়া হয়েছিল, প্রশ্ন করা হলে মাল্য জবাব দেন, জেনিভায় নির্ধারিত বৈঠক ছিল বলে ভারত ছাড়ি। তার আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে ব্যাঙ্কের সঙ্গে আপস রফা করে নেওয়ার প্রস্তাব ফের দিই। এটাই সত্য।
জেটলি অবশ্য তাঁর দাবি নাকচ করেছেন।