আধারের মাধ্যমে অজ্ঞাতপরিচয় মৃতদেহ শনাক্ত করা সম্ভব নয়, দিল্লি হাইকোর্টে জানাল ইউআইডিএআই
Web Desk, ABP Ananda | 12 Nov 2018 07:34 PM (IST)
নয়াদিল্লি: তথ্যভাণ্ডারে ১২০ কোটি ব্যক্তির আঙুলের ছাপ থাকলেও, তার মাধ্যমে কোনও অজ্ঞাতপরিচয় মৃতদেহ শনাক্ত করা সম্ভব নয়। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন ও বিচারপতি ভি কে পাওয়ের বেঞ্চকে এমনই জানাল আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। অজ্ঞাতপরিচয় মৃতদেহ শনাক্ত করার ক্ষেত্রে আধার ব্যবহারের জন্য কেন্দ্র ও ইউআইডিএআই-কে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সমাজকর্মী অমিত সাহনি। তিনি দাবি করেন, আধারের মাধ্যমে নিখোঁজ ও মৃত ব্যক্তিদের সন্ধান পাওয়া সম্ভব। এ বিষয়ে ইউআইডিএআই-কে জবাব দিতে বলে কেন্দ্র। আজ ইউআইডিএআই জানাল, আধার বায়োমেট্রিকসের মাধ্যমে মৃতদেহ শনাক্ত করা সম্ভব নয়। এই জবাবের পর আদালত বলে, যদি আধারের মাধ্যমে মৃতদেহ শনাক্তই না করা যায়, তাহলে আঙুলের ছাপ এবং অন্যান্য তথ্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয় কেন? এ বিষয়ে জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরোরও জবাব চেয়েছে হাইকোর্ট। আগামী বছরের ৫ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।