বিলাসপুর: পরিবারতন্ত্রের ইস্যু তুলে সনিয়া ও রাহুল গাঁধীকে ভোট প্রচারে নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, কংগ্রেসের রাজনীতি শুরু আর শেষ হয় একটিই পরিবারকে ঘিরে। নাম না করে গাঁধী পরিবারকে আক্রমণ করেন তিনি।
ছত্তিশগড়ে ২০ নভেম্বর দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে সোমবার বিলাসপুরের জনসভায় উন্নয়নের পক্ষেও জোরালো সওয়াল করে মোদী বলেন, কংগ্রেস শাসনে এই রাজ্যে উন্নয়নের গতি বিজেপি পরিচালিত সরকারের সময়ের তুলনায় অনেক মন্থর।
গাঁধী পরিবারকে আলাদা ভাবে আক্রমণের টার্গেট করে মোদী মা-ছেলে দুজনেই জামিনে বাইরে রয়েছেন বলে কটাক্ষ করেন, সরকারের বিমুদ্রাকরণের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলায় তাঁদের একহাত নিয়ে বলেন, ওঁরা ভুলে যাচ্ছেন যে, নোট বাতিলের জন্য ওঁদের জামিন চাইতে হয়েছে। যাঁরা জামিন চাইছেন, তাঁরাই মোদীকে সার্টিফিকেট দিচ্ছেন, কিন্তু তাঁদের মোদীকে শংসাপত্র দেওয়া উচিত নয়। মা-ছেলে জুটি জামিনে জীবন কাটাচ্ছেন, আর অন্যদের সততার সার্টিফিকেট দিচ্ছেন বলেও আক্রমণ করেন মোদী।
প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভাপতি ও তাঁর মা জামিন পেয়েছেন।
বিজেপি উন্নয়নপন্থী বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের প্রতি তাঁদের এহেন দায়বদ্ধতার ফলেই বিরোধীরা বুঝে উঠতে পারে না কীভাবে ভোটে শাসক দলের সঙ্গে পাল্লা দেবে।
রাহুলকে নিশানা করে তিনি এও বলেন, কংগ্রেসেরক ছত্তিশগড় ভোটের জন্য ৩৬ দফা ইস্তাহার প্রকাশের সময় ‘নামদার’কে ১৫০ বার ‘স্যার’ বলে উল্লেখ করা হয়, যা থেকে এটাই বোঝায়, ওদের কাছে ছত্তিশগড়ের চেয়ে উনিই বেশি গুরুত্বপূর্ণ।
জামিনে আছেন মা-ছেলে, নোট বাতিল নিয়ে প্রশ্ন করছেন! সনিয়া, রাহুলকে কটাক্ষ, কংগ্রেসের রাজনীতি শুরু, শেষ একটা পরিবারকে ঘিরেই, ছত্তিশগড়ে প্রচারে গাঁধী পরিবারকেও নিশানা মোদীর
Web Desk, ABP Ananda
Updated at:
12 Nov 2018 03:22 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -