নয়াদিল্লি: কংগ্রেস নেতারা বারংবার অনুরোধ জানালেও, দলীয় সভাপতি পদে আর থাকতে চাইছেন না রাহুল গাঁধী। তিনি নিজের সিদ্ধান্তে অনড়। ফের দলীয় নেতাদের অনুরোধ ফিরিয়ে দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে আলোচনাই করতে চাইছেন না।
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেস সভাপতি পদ থেকে সরে যাওয়ার কথা জানান রাহুল। তবে কংগ্রেস নেতারা তাঁর এই সিদ্ধান্ত মানতে নারাজ। তাঁরা রাহুলকেই সভাপতি হিসেবে থেকে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন। গতকাল রাহুল জানান, তিনি চলতি সপ্তাহের শেষদিকে ভোটমুখী রাজ্যগুলির নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এতে উৎসাহিত হয়ে ওঠেন কংগ্রেস নেতারা। রাহুলকে ফের ভেবে দেখার অনুরোধ জানান শশী তারুর। তবে রাহুল তাঁকে সাফ জানিয়ে দেন, ‘আমি ইতিমধ্যেই কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি। দায়বদ্ধতা থাকা উচিত।’
রাজনৈতিক মহলের ধারণা, কিছুদিনের মধ্যেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হবে। রাহুল দলীয় সভাপতি পদে থাকবেন কি না, সে বিষয়ে ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কংগ্রেস সভাপতি পদে আর থাকছেন না, সিদ্ধান্তে অনড় রাহুল, ফেরালেন দলীয় নেতাদের অনুরোধ
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jun 2019 04:35 PM (IST)
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেস সভাপতি পদ থেকে সরে যাওয়ার কথা জানান রাহুল।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -