নয়াদিল্লি: করোনার প্রতিষেধক নিয়ে আশার কথা শোনাল নোভাভ্যাক্স। মঙ্গলবার ১১১ জন স্বেচ্ছাসেবীর কাছ থেকে প্রথম পর্যায়ের তথ্য প্রকাশ করে ওই সংস্থার দাবি, ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়ার পরে অংশগ্রহণকারীদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তা করোনা থেকে সুস্থ হয়ে ওঠাদের শরীরে তৈরি অ্যান্টিবডির তুলনায় গড়ে চারগুণ বেশি।


“এই ফল সত্যিই উৎসাহজনক,” বলেছেন নোভাভ্যাক্সের সভাপতি ড: গ্রেগরি গ্লেন। অংশগ্রহণকারীরা ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছিলেন। এই ভ্যাকসিন দেওয়া ১২৬ জনের মধ্যে পাঁচটি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। যেমন পেশীর ব্যথা, বমি বমি ভাব, জয়েন্টে ব্যথা, হালকা জ্বর। তবে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি গড়ে দুই দিন বা তারও কম সময় পরে চলে যায়। পঁচিশজন স্বেচ্ছাসেবক প্লেসবো ইনজেকশন পেয়েছিলেন।

নোভাভ্যাক্স মঙ্গলবার পশুদের ওপর প্রতিষেধক প্রয়োগের তথ্যও প্রকাশ করেছে। গবেষণায় ১২টি বানর ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছিল।  তাদের মধ্যে ১১টির নাক বা ফুসফুসে সংক্রমণের লক্ষণ দেখায়নি। একটি বানর, যা ভ্যাকসিনের কম ডোজ পেয়েছিল, তার ফুসফুসে সংক্রমণের লক্ষণ দেখা গিয়েছিল। তবে সংক্রমণের সমস্ত চিহ্ন দুদিন পরে চলে গিয়েছিল।

সব মিলিয়ে গবেষকেরা আশাবাদী, করোনা রুখতে সক্ষম হবে এই ভ্যাকসিন।