অযোধ্যা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ অযোধ্যায় বহু প্রতীক্ষিত রামমন্দিরের ভূমিপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থাপন হবে ভিত্তি প্রস্তর।


সূত্রের খবর, গোটা অনুষ্ঠান পর্ব পরিচালনা করবেন রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের মহাসচিব চম্পত রায়। জানা গিয়েছে, অনুষ্ঠানে আগত প্রধানমন্ত্রী-সহ বিশেষ অতিথিদের স্বাগত জানাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিতন্যনাথ।


অনুষ্ঠানের শুরুতে সবাইকে আশীর্বাদ করবেন রামজন্মভূমি তীর্থ ক্ষেত্রের অধ্যক্ষ নৃত্যগোপাল দাস। এরপর ভাষণ দেবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ভূমি পুজোয় অংশ নেওয়ার পর ভাষণ দেবেন নরেন্দ্র মোদি।


রামমন্দিরের ভূমিপুজোয় প্রধান যজমান হিসেবে থাকবেন বিশ্বহিন্দু পরিষদের প্রাক্তন প্রধান তথা রাম মন্দির আন্দোলনের অন্যতম প্রধান মুখ অশোক সিঙ্ঘলের ভাইপো সলিল সিঙ্ঘল।


অযোধ্যায় এসে প্রথম হনুমানগড়ি মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে গোটা রাস্তাকে স্যানিটাইজ করা হয়েছে। এমনকি স্যানিটাইজ করা হচ্ছে রাস্তার ধারের দোকানগুলিকেও।


বুধবারের সফরে সাকেত কলেজে থেকে প্রথমে হনুমানগড়িতে পৌঁছবেন প্রধানমন্ত্রী। করোনা সুরক্ষার কথা মাথায় রেখে মন্দিরের ভিতরেও এদিন স্যানিটাইজ করা হয়েছে। হনুমানগড়ির মহন্ত মাধবন দাস জানিয়েছেন, তিনি সকলকে অনুরোধ করেছেন মাস্ক পরতে।


সেখানে ১০ মিনিট থাকার কথা প্রধানমন্ত্রীর। বেলা ১২টায় রাম জন্মভূমির অনুষ্ঠানস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ করার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তার সঙ্গে অন্যান্য যেসব ছোট রাস্তা এসে মিশেছে সেগুলিকে আটকে দেওয়া হয়েছে আগেই।


একদিকে নিরাপত্তা আর করোনা সুরক্ষার দিকে যেমন নাজর রাখা হয়েছে, তেমনই খেয়াল রাখা হচ্ছে সৌন্দর্যায়নের দিকটাও। হাজার হাজার মাটির ছোট ছোট কলসে রঙ করা চলছে। এগুলিই বসানো হবে সাকেত কলেজ থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত রাস্তার দু’পাশে।


অযোধ্যা প্রশাসন যখন গোটা শহরে সাজিয়ে তুলতে চেষ্টার কোনও কসুর রাখছে না সেখানে পিছিয়ে নেই রেল কর্তৃপক্ষও। অযোধ্যা স্টেশনকে মন্দিরের আদলে সাজানো হয়েছে! বসানো হয়েছে রামের মূর্তি। রঙ্গোলিতে সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রাম কি পৌরি ঘাট।


এই রাম জন্মভূমি ট্রাস্ট্রি বোর্ডেরই বর্তমান সদস্য অযোধ্যার রাজা বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র। বুধবারের অনুষ্ঠানে আমন্ত্রিত তিনি। বলেন, খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আমি গতকাল জানকি মায়ের পুজো করেছি। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকব।


করোনার কথা মাথায় রেখে রামমন্দিরের ভুমিপুজোয় আমন্ত্রিতদের সংখ্যা কমানো হয়েছে। তবে রাম জন্মভূমি ট্রাস্টের তরফে প্রথম আমন্ত্রিত পত্রটি পাঠানো হয়েছে ইকবাল আনসারিকে৷


রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় অন্যতম মামলাকারী ছিলেন ইকবাল আনসারির বাবা হাসিম আনসারি৷ বাবার মৃত্যুর পর মামলা লড়েন ইকবাল৷ এছাড়া আমন্ত্রণ পেয়েছেন অযোধ্যার বাসিন্দা পদ্মশ্রী সম্মানে ভূষিত মহম্মদ শরিফও। তিনি বলেছেন, আমি ৩০০ লাশের সত্‍কার করেছি। কোনও ধর্ম দেখেনি। আমার ছেলেও মারা গিয়েছে। আমাকে আমন্ত্রণণ করেছে। আমি খুশি।