নয়াদিল্লি: মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবেন কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট। ভ্যাকসিনের পরিষেবায় নতুন উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার।


হোয়াটসঅ্যাপে কয়েকটা ধাপ পেরোলেই হাতে আসবে সার্টিফিকেট। সামান্য কিছু টেক্সট টাইপ করলেই আপনার মোবাইল ফোনে চলে আসবে ভ্যাকসিনের শংসাপত্র। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, কেউ টিকাকরণের সার্টিফিকেট ডাউনলোড করতে চাইলে হোয়াটসঅ্যাপের একটি নির্দিষ্ট নম্বরে টেক্সট করুন। তাহলেই মুশকিল আসান করবে হোয়াটসঅ্যাপ হেল্প ডেস্ক।


নতুন এই ফিচার অনুযায়ী সরকারের 'করোনা হেল্পডেস্ক'-এ +91 90131 51515 নম্বরে ‘Covid certificate’ টাইপ করতে হবে ভ্যাকসিন গ্রহীতাকে। এরপর 'ওটিপি' টাইপ করলেই হয়ে যাবে কাজ। ৩০ সেকেন্ডের মধ্যে ভ্যাকসিনের সার্টিফিকেট চলে আসবে আপনার কাছে। 


এ প্রসঙ্গে ট্যুইট করেছে স্বাস্থ্য মন্ত্রক। যেখানে বলা হয়েছে, ''সাধারণ মানুষের জীবনকে প্রযুক্তির মাধ্যমে জুড়ে বিপ্লব চলছে! এবার থেকে কেন্দ্রীয় সরকারের MyGov Corona Helpdesk-এ তিনটি সহজ পদ্ধতির মাধ্যমে নিজের ভ্যাকসিন সার্টিফিকেট পান।''


এর জন্য প্রথমে মোবাইল ফোনে কনট্যাক্ট নম্বর +91 9013151515 সেভ করুন। এবার এই নম্বরে covid certificate টাইপ করে পাঠিয়ে দিন। সর্বশেষে ওটিপি লিখুন। কয়েক সেকেন্ডের মধ্যে সার্টিফিকেট পেয়ে যান।


কোনও ব্যক্তি কোভিড ভ্যাকসিন নিয়েছেন কিনা তা জানতে তার প্রমাণস্বরূপ এই শংসাপত্র দেয় সরকার। ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার সময় দু'বারই এই সার্টিফিকেট দেয় সরকার। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, শনিবার পর্যন্ত দেশে ১৮-৪৪ বছরের মোট ২৭,৫৫,৪৪৭ জন ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫,০৮,৬১৬ জন। পরিসংখ্যান বলছে, দেশে ওই একই গ্রুপে মধ্যপ্রদেশ, গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ এক কোটির বেশি ভ্যাকসিন দিয়েছে।


১৮-৪৪ বছরের ব্যক্তিদের ১০ লাখের বেশি ভ্যাকসিনের ডোজ দিতে পেরেছে অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিশগড়, দিল্লি, হরিয়ানা, কেরল, ওড়িশা, পঞ্জাব, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গের মতো রাজ্য। দ্রুত এই সংখ্যাটা আরও বাড়বে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার। শীঘ্রই দেশবাসীকে অন্তত প্রথম ভ্যাকসিনের ডোজ দিতে চাইছে সরকার।